Type to search

Uncategorized সারাদেশ

যশোরে নেশাজাতীয় দ্রব্য পানে তিনজনের মৃত্যু

জেলা প্রতিনিধিঃ যশোরে নেশাজাতীয় বিষাক্ত দ্রব্য পান করে ৩ জনের মৃত্যু এবং দুজন হাসপাতালে ভর্তি আছেন বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরে এ ঘটনা জানাজানি হয়। বুধবার (২৫ জানুয়ারি) রাতে সদর উপজেলার আবাদ কচুয়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- সদর উপজেলার আবাদ কচুয়া এলাকার মৃত আবদুল হামিদের ছেলে ইসলাম (৪৫) ও শাহজাহান আলীর ছেলে জাকির হোসেন (২৮) ও আবু বক্কর মোল্লার ছেলে আবুল কাশেম (৫৭)।

অসুস্থরা হলেন- সিতারামপুর গ্রামের মনিরুদ্দীনের ছেলে বাবলু (২৮) এবং একই গ্রামের আনোয়ার মোড়লের ছেলে রিপন হোসেন মোড়ল (৩৬)।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল জানায়, বুধবার (২৫ জানুয়ারি) রাতে ৫ জন বিষাক্ত নেশাজাতীয় দ্রব্য পান করেন।  বৃহস্পতিবার ভোরে তাদের তথ্য গোপন করে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরের দিকে ইসলাম মারা যান। এরপর পরিবারের সদস্যরা দ্রুত ছাড়পত্র ছাড়াই মরদেহ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে চলে যায়।

এবিসিবি/এমআই

Translate »