আমেরিকায় সমকামী নাইটক্লাবে বন্দুক হামলায় নিহত ৫, আহত ১৮
যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের কলোরাডো স্প্রিংস এলাকায় একটি সমকামী নাইটক্লাবে গুলির ঘটনায় ৫ জন নিহত ও ১৮ জন আহত হয়েছে। স্থানীয় সময় শনিবার (১৯ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গার্ডিয়ান।
বন্দুক হামলার ঘটনায় একজন সন্দেহভাজনকে শনাক্ত করার কথা জানিয়েছেন কলোরাডো স্প্রিংস পুলিশের লেফটেন্যান্ট পামেলা কাস্ত্রো। সন্দেহভাজন ব্যক্তি বর্তমানে নিরাপত্তা হেফাজতে চিকিৎসাধীন রয়েছে বলে জানান তিনি।
কলোরাডো স্প্রিংস ফায়ার ক্যাপ্টেন মাইক স্মাল্ডিনো জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে কিছু জানা যায়নি। জরুরি নম্বরে ফোন যাওয়ার পর ১১টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে হাজির হয়।
এবিসিবি/এমআই