Type to search

খেলাধুলা

হাই হিল পরে দৌড়ে নতুন বিশ্বরেকর্ড রডরিগেজ

হাই হিল পরে ১০০ মিটার দৌড়ালেন স্প্যানিশ যুবক ক্রিশ্চিয়ান রবের্তো লোপেজ রডরিগেজ।

মাত্র ১২ দশমিক ৮২ সেকেন্ডে কঠিন কাজটি সেরে নাম তুলেছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসেও। ওই যুবকের অভিনব দৌড়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে গিনেস কর্তৃপক্ষ। এরই মধ্যে ভাইরাল হয়েছে ভিডিওটি।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস জানিয়েছে, ২ দশমিক ৭৬ ইঞ্চির হাই হিল পরে ১০০ মিটার দৌঁড়েছেন ক্রিশ্চিয়ান। সময় নিয়েছেন মোটে ১২ দশমিক ৮২ সেকেন্ড, যা নতুন বিশ্বরেকর্ড।

এর আগে এ রেকর্ডের মালিক ছিলেন জার্মানির আন্দ্রে ওরতফ। তিনি হাই হিল পরে ১০০ মিটার দৌড় শেষ করেছিলেন ১৪ দশমিক ০২ সেকেন্ডে।

এবিসিবি/এমআই

Translate »