Type to search

খেলাধুলা

রোনাল্ডোর মুখে সৌদি আরব হয়ে গেল আফ্রিকা

সৌদি আরবের ক্লাব আল নাসর মঙ্গলবার দুর্দান্তভাবে ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে আনুষ্ঠানিক বরণ করে নিয়েছে। সেই অনুষ্ঠানে একটা ভুল করে ফেলেছেন পর্তুগিজ এ তারকা। যদিও সেটি ছিল অনিচ্ছাকৃত ভুল।

কারণ কেউ ইচ্ছে করে এমন ভুল করে না। তাও আবার, যে ক্লাবে যোগ দিয়েছেন, সেখানে প্রথম সংবাদ সম্মেলনেই এমন ভুল কেউ প্রত্যাশা করে না। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘মেইল অনলাইন’ এক কাঠি সরেস। তাদের শিরোনামে স্পষ্ট করে বলা হয়েছে—‘ভুল মহাদেশ, ক্রিস্টিয়ানো!’

সংবাদ সম্মেলনে রোনাল্ডোর বক্তব্যের একটি অংশ ছিল এ রকম- ‘অনেকেই অনেক কথা বলে, কিন্তু তারা ফুটবল নিয়ে কিছু জানে না। গত ১০-১৫ বছরে ফুটবল পাল্টে গেছে। এখন সব দলই প্রস্তুত থাকে (প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ)। বিশ্বকাপের কথাই ধরুন, যে দলটি চ্যাম্পিয়ন হয়েছে, তারা কিন্তু সৌদি আরবের কাছে হেরেছে।

উদাহরণ হিসেবে দক্ষিণ কোরিয়া, আফ্রিকার দলগুলো, কোস্টারিকার কথাও বলা যায়। এখন ম্যাচ জেতা সহজ না। কারণ সব দলই প্রস্তুতি নিয়ে আসে। এখন ফুটবল পাল্টে গেছে। তাই আমি মনে করি, দক্ষিণ আফ্রিকায় এসে আমার ক্যারিয়ার শেষ হয়ে যায়নি। সত্যি বলতে, লোকে কী বলল তা নিয়ে আমি মোটেও ভাবি না।’

Translate »