Type to search

খেলাধুলা

রেকর্ড গড়ার পুরস্কার পাচ্ছেন লিগের সেরা ব্যাটার বিজয়

ব্যাট হাতে দুরন্ত, দুর্বার এনামুল হক বিজয়। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে ঈর্ষণীয় ধারাবাহিকতায় রান করেছেন ডানহাতি এই ওপেনার। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে ১৪ ইনিংসে ১ হাজার ৪২ রান করে লিগের সেরা ব্যাটার বিজয়।

তিন সেঞ্চুরি, আট হাফ সেঞ্চুরি, ব্যাটিং গড় ৮০.১৫, অবিশ্বাস্য ধারাবাহিকতা। লিস্ট-এ ক্রিকেটে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে এক টুর্নামেন্টে সবচেয়ে বেশি রানের রেকর্ড এটি। প্রিমিয়ার লিগেও সর্বোচ্চ। বিজয়ের রান জোয়ারের ধাক্কা শুধু বাংলাদেশের গণ্ডি ছাড়িয়ে ক্রিকেট দুনিয়াকে আলোড়িত করেছে।

লিস্ট-এ ক্রিকেটে এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ডটা এখন বাংলাদেশি এই তরুণের দখলে। দ্বিতীয় স্হানে টম মুডি। সাবেক এই অস্ট্রেলিয়ান সানডে লিগে ১৫ ইনিংসে ৯১৭ রান করেছিলেন। মজার বিষয় ঢাকা প্রিমিয়ার লিগের মতো লিস্ট-এ ক্রিকেটেও বিজয়ের আগে কেউ এক আসরে ১ হাজারের বেশি রান করেননি।

এমন পারফরম্যান্সের পুরস্কার পাবেন ডানহাতি এ ব্যাটার। তবে জাতীয় দলের চৌকাঠে আবারও পা দেওয়ার আগে বিজয়কে পরীক্ষা দিতে হবে ‘এ’ দলে। সেই চ্যালেঞ্জ পাড়ি দিতে হবে। জানা গেছে, আগামী ১২ জুন ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ ‘এ’ দল। তার কিছুদিন পর জাতীয় দলও ক্যারিবিয়ানে যাবে। বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস গতকাল জানিয়েছেন, বাংলাদেশ ‘এ’ দল ওয়েস্ট ইন্ডিজ সফর করবে জুনে। স্বাগতিকদের বিরুদ্ধে একটি চার দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে খেলবে ‘এ’ দল।

উইন্ডিজ সফরে ‘এ’ দলে সুযোগ পাবেন প্রিমিয়ার লিগের পারফরমাররা। বিজয় নিশ্চিতভাবেই থাকছেন ‘এ’ দলে। সুযোগ পেতে পারেন অভিজ্ঞ নাঈম ইসলামও।

গতকাল জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এ সম্পর্কে বলেছেন, ‘বিজয় রান করেছে আমরা দেখেছি। একটা প্রক্রিয়া আছে। আস্তে আস্তে তাকে সুযোগ দেওয়া হবে। সামনে ‘এ’ দলের সিরিজ আছে। ‘এ’ দল ওয়েস্ট ইন্ডিজ যাবে। আশা করি ওর পারফরম্যান্সের ধারাবাহিকতা থাকবে।’

আগামী মাসেই শ্রীলঙ্কার বিপক্ষে হোমে টেস্ট সিরিজ। সাদা বলের ফরম্যাটে পারফরম করা বিজয়কে এখনই সরাসরি জাতীয় দলেও আনা হবে না। তবে নিজেকে প্রমাণের সুযোগটা দ্রুতই পাচ্ছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ সফরে ‘এ’ দলের হয়ে পারফরম করলে আবারও জাতীয় দলের দরজা খুলবে বিজয়ের জন্য।

এবিসিবি/এমআই

Translate »