Type to search

খেলাধুলা

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে ক্রিকেট খেললেন সাকিব

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। সোমবার (২৫ সেপ্টেম্বর) ফেসবুক পোস্টে এসব তথ্য জানান সাকিবের স্ত্রী সাকিব উম্মে আল হাসান শিশির।

পিটার হাসের সঙ্গে সপরিবারে দেখা করেন সাকিব আল হাসান। এরপর মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ক্রিকেট এবং বেসবল খেলেছেন তিনি।

মূলত সৌজন্য সাক্ষাৎ করার জন্যই ঢাকার মার্কিন দূতাবাসে সপরিবারে দেখা করতে যান সাকিব। এসময় পিটার হাসের আথিতেয়তায় মুগ্ধ হয়েছেন সাকিব ও তার পরিবার।

সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির লিখেছেন, ‘বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করার সময়টা দারুণ ছিল! ক্রিকেট এবং বেসবল খেলে দুপুরটা ভালোই কেটেছে। রাষ্ট্রদূতের সঙ্গে সাকিবের চ্যালেঞ্জ অবশ্যই দেখার মতো ছিল। আমাদের আতিথেয়তা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ!’

এবিসিবি/এমআই

Translate »