Type to search

খেলাধুলা

বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু আজ

চার বছর পর আবার দুয়ারে এলো সেই মাহেন্দ্রক্ষণ। বিশ্বকাপ ক্রিকেটের মহাযুদ্ধ। উদ্বোধনী ম্যাচের টস হয়ে গেছে পরশু। ম্যাচ গড়িয়ে গেছে। আজ বিশ্বকাপের তৃতীয় দিন। বাংলাদেশের পালা। বাংলাদেশের ক্রিকেট অনুরাগীরা অপেক্ষায়, ২২ গজের লড়াই দেখার। আর কয়েক ঘণ্টা। ভারতের ধর্মশালার মাঠে বেলা ১১টায় টস। বাংলাদেশের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ আফগানিস্তান। দেশের ক্রীড়ানুরাগীরা টিভির পর্দায় চোখ রাখতে মরিয়া। ছুটির দিনে আর কারো হাতে টিভির রিমোর্ট দিতে রাজি না। ব্যাটবলের ধুন্ধুমার লড়াই জমিয়ে তুলবে ক্রিকেট-ক্রিকেট যুদ্ধ।

বিশ্বকাপ ক্রিকেটের আগে তিনটা মাস ধরে চলছে কেমন হবে বাংলাদেশ দল, সেটা নিয়ে জমাট আলোচনা-সমালোচনা। বাংলাদেশ দল গঠন নিয়ে কি হবে না হবে তা নিয়ে কথা কম হয়নি। কয়েক দিন আগেও তামিম ইকবালের থাকা না থাকা নিয়ে আলোচনা ছিল। সাকিব-তামিম দ্বন্দ্বে কেটে গেছে অনেকটা সময়। কাদা ছোড়াছুড়ি হয়েছে। এখন কিছুটা হলেও সেই কানাকানি চাপা পড়েছে। কারণ মাঠের লড়াইয়ে চোখ রাখার সময়। ১৫ সদস্যের বাংলাদেশ দলকে ধরেই নিতে হবে সেরা দলটাই গিয়েছে ভারতে, ১৩তম বিশ্বকাপের আসরে। শুভকামনা জানিয়েছেন তামিম ইকবাল নিজেই।

অভিজ্ঞ এবং তারুণ্যনির্ভর দল গড়া হয়েছে। অধিনায়ক সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমানরা যেমন আছেন। তাদের সঙ্গে যোদ্ধা তাসকিন, মেহেদি হাসান মিরাজ, নাজমুল হাসান শান্ত, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, তানজিদ তামিম, তানজিম হাসান সাকিব, তাওহীদ হূদয়ের মতো তরুণরা। জ্বলে উঠতে পারেন যে কেউ। এই ক্রিকেটাররা স্নিগ্ধ, দেশের জার্সি গায়ে যখন মাঠে নামবেন তাদের প্রতিপক্ষ কে, কিংবা নিজ দলে কে নেই, কে আছেন—সেটা ভাবেন না। লাল সবুুজের জার্সি গায়ে জড়ালে মনের রং বদলে দেয়। রঙধনুর মতোই মনের আকাশ রং ছড়ায়। ধর্মশালার মাঠের আকাশ যদি আজ মেঘলাও থাকে তাতেও কিছু যায় আসে না। ধর্মশালার এই মাঠ পাহাড়ে ঘেরা, এই মাঠেই সাকিব, রিয়াদ, মুশফিক, মুস্তাফিজ, তাসকিন এই মাঠে আগেও খেলেছেন। টাইগাররা জ্বলে উঠতে যতটুকু জ্বালানি থাকা দরকার সবটুকু রশদ নিয়েই ২২ গজের পিচে ছুটবেন। সিনিয়রদের সামনে রেখে তরুণদের মিশেলে যুদ্ধের প্রস্তুতি।

অনেক দুশ্চিন্তা ছিল দল নিয়ে, কিন্তু খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন শুধু সাকিবই না, তার পেছনে আছেন মিরাজের মতো তারুণ্যের অংহকার। মিরাজের কী করতে হবে। কী করবেন সেটা মাঠেই দেখাবেন মনে করছেন সুজন। বিশ্বাস করেন এই দলটির অনেক দূর যাওয়ার সুযোগ আছে। সুজন জানিয়েছেন নক আউটে যাওয়ার সুযোগ।

এবিসিবি/এমআই

Translate »