Type to search

খেলাধুলা

সিডনি টেস্টে শক্ত অবস্থানে অস্ট্রেলিয়া

সিডনি টেস্টে বৃষ্টি বিঘ্নিত প্রথমদিন অশ্বিনদের কঠিন দিন উপহার দিয়েছেন লাবুশানে-পুকোভস্কিরা। ছবি: আইসিসির টুইট

 

অনলাইন ডেস্ক:

অ্যাডিলেডে ভারতের ধ্বসে যাওয়া। মেলবোর্নে আবার ভারতের দুর্দান্ত ঘুরে দাঁড়ানো। বোর্ডার-গাভাস্কার সিরিজের তৃতীয় ম্যাচে তাই সিডনিতে চোখ ছিল ক্রিকেট প্রেমীদের। কিন্তু বৃষ্টি তাতে বাগড়া দেয়। বৃষ্টি পূর্ব ও পরবর্তী ব্যাটিং করে প্রথমদিন শেষে শক্ত অবস্থানে আছে স্বাগতিক অস্ট্রেলিয়া। যার পেছনে বড় দায় আছে ভারতীয় উইকেটরক্ষক ঋষভ পান্তের।

সিডনিতে শুরুতেই মোহাম্মদ সিরাজের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন ইনজুরি কাটিয়ে ফেরা ডেভিড ওয়ার্নার। দলের ৬ রানের মাথায় ৫ রান তুলেই সাজঘরে ফেরেন তিনি। এরপর কনকাশন ইনজুরি কাটিয়ে তৃতীয় টেস্টে দলে ফেরা উইল পুকোভস্কি দারুণ এক জুঁটি গড়েন মার্নাস লাবুশানের সঙ্গে। দু’জনে গড়েন ১০০ রানের জুটি।

এই জুটিটাই শক্ত অবস্থানে নিয়ে গেছে অজিদের। ৬২ রান করা ওপেনার পুকোভস্কিকে দু’বার জীবন দিয়েছেন ঋষভ পান্ত। ফিরে পাওয়া ওই জীবনেই নতুন বল, বৃষ্টি ভেজা উইকেটের ফাঁড়া পাড়ি দেন পুকোভস্কি-লাবুশানে জু্টি। পরে চারে নামা স্টিভ স্মিথের সঙ্গে জুটি গড়ে প্রথমদিন ২ উইকেটে ১৬৬ রান তুলে দিন শেষ করেছে অজিরা।

মার্নাস লাবুশানে সিডনিতে দ্বিতীয়দিন ৬৭ রান নিয়ে ব্যাটিং শুরু করবেন। তার সঙ্গে শুরুর দুই টেস্টে ব্যর্থ হওয়া স্টিভ স্মিথ ব্যাটে নামবেন ব্যক্তিগত ৩১ রান নিয়ে। ভারতের হয়ে উইকেট দুটি নেন তরুণ দুই পেসার মোহাম্মদ সিরাজ ও নভদিপ সাইনি।

অস্ট্রেলিয়া: ১৬৬/২; পুকোভস্কি-৬২, ডেভিড ওয়ার্নার-৫, মার্নাস লাবুশানে-৬৭ (অপ.), স্টিভ স্মিথ-৩১ (অপ.)।

জাসপ্রিত বুমরাহ-১৪-৩-৩-০, মোহাম্মদ সিরাজ-১৪-৩-৪৬-১, রবিশচন্দন অশ্বিন-১৭-১-৫৬-০, নভদিপ সাইনি-৭-০-৩২-১, রবিন্দ্র জাদেজা-৩-২-২-০।

Translate »