Type to search

খেলাধুলা

টাইগারদের জয়ে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয় পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সিরিজের ১ম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়ে বাংলাদেশ ১-০ তে এগিয়ে গেল। সফরকারিরা শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ১২২ রানে গুটিয়ে যায়। জবাব দিতে নেমে লক্ষ্যে পৌঁছাতে স্বাগতিকদেরকে ৪ উইকেট হারাতে হয়। রাজার মত প্রর্তবতন করে দিনে ম্যাচ সেরার পুরস্কার জেতেন সাকিব আল হাসান।

মিরপুরের শের-এ বাংলা স্টেডিয়ামে টস জিতে উইন্ডিজকে ব্যাটিংয়ে আমন্ত্রণ করেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। শুরুতে ব্যাট করতে নেমে স্বাগতিক বোলারদের তোপের মুখে পড়ে ব্যাটিং লাইন আপ ক্যারিবীয়। নিজের ১ম ওভারে বোলিং করতে এসেই ব্রেকথ্রু দেন মুস্তাফিজ। অ্যামব্রিসের উইকেট তুলে নেন। আরেক ওপেনার জশুয়া ডি সিলভাকেও ফেরান মুস্তাফিজুর রহমান। উইন্ডিজদের তখন মাত্র ২৪ রান।

এরপর শুরু হয় অলরাউন্ডার সাকিব আল হাসান ঝড়। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর ১ম আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামেন টাইগার সাকিব। তার স্পিন ঘূর্ণিতে ক্যারিবীয় ব্যাটসম্যানরা বিভ্রান্ত হতে থাকে। ৬ উইকেটে হারানোয় শুভসূচনা করেছে টাইগাররা। এই জয়ে বঙ্গবন্ধু বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল তামিমের নেতৃত্বাধীন দল। একই দিন অভিষেক হওয়া তরুণ বোলার হাসান মাহমুদও শিকার করেন ৩টি উইকেট।

Translate »