এফএ কাপে চেলসিকে হারিয়ে আর্সেনালের ১৪তম শিরোপা জয়
এফএ কাপের চেলসিকে হারিয়ে শিরোপা জিতলো আর্সেনাল। শনিবার (১ আগস্ট) রাতে লন্ডনের দর্শকশূন্য ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে চেলসিকে ২-১ গোলে হারিয়ে ১৪তম বার এফএ কাপের শিরোপা ঘরে তুলেছে আর্সেনাল।
চেলসি ম্যাচের পঞ্চম মিনিটেই ক্রিস্টিয়ান পুলিসিকের গোলে এগিয়ে গিয়েছিল। কিন্তু ২৮ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করে আর্সেনালকে পিয়েরে এমরিক আউবেমেয়াং সমতায় ফেরান।
বিরতির পর ৬৭ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন পিয়েরে আউবেমেয়াং। তাতে এগিয়ে যায় ২-১ ব্যবধানে আর্সেনাল। চেলসির মাতেও কোভাসিস ৭৩ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। এরপর অবশ্য আর কোনো গোল হয়নি বাকি সময়ে। তাতে ২-১ গোলের জয়ে আর্সেনালের এফএ কাপের ১৪তম শিরোপা জয় নিশ্চিত হয়।
পিয়েরে এমেরিক আউবেমেয়াং সেমি ফাইনালের পর ফাইনালেও জোড়া গোল করেছেন। চেলসির পক্ষে ক্রিস্টিয়ানো পুলিসিচ একমাত্র গোলটি করেন। ২০১৭ সালে চেলসিকে হারিয়েই সর্বোচ্চ ১৩তম বারের মতো আর্সেনাল এফএ কাপ জয়ের রেকর্ড গড়েছিল।