Type to search

খেলাধুলা

ইউরোপের বিশ্বকাপ বাছাইয়ে কে কার মুখোমুখি, দেখে নিন এক নজরে

লাতিন আমেরিকা, এশিয়ার ২০২৬ বিশ্বকাপ বাছাই বেশ আগেই শুরু হয়ে গেছে। তবে ইউরোপের দেশগুলো এখনো বিশ্বকাপের দৌড় শুরু করেনি। তবে শিগগিরই সেটা শুরু হতে যাচ্ছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিশ্বকাপ বাছাইয়ের ইউরোপীয় অঞ্চলের ড্র সম্পন্ন হয়েছে।

উয়েফা নেশনস লিগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা পরাশক্তিদের গ্রুপটা অবশ্য নির্ধারিত হয়নি। তবে হারলে কে কোন গ্রুপে পড়বে আর জিতলে কোথায়, সেটা ঠিক হয়েছে।

এই যেমন নেশনস লিগ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে জার্মানি-ইতালি। এই ম্যাচের জয়ী দল বিশ্বকাপ বাছাইয়ে খেলবে গ্রুপ এ-তে। তাদের প্রতিপক্ষ স্লোভাকিয়া, নর্দার্ন আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ।

আর হেরে যাওয়া দল খেলবে গ্রুপ আইয়ে। সেখানে তারা মুখোমুখি হবে নরওয়ে, ইসরায়েল, এস্তোনিয়া, মলদোভার।

২০২৬ বিশ্বকাপ ফুটবলে ইউরোপ থেকে জায়গা পাবে ১৬ দল। ১২টি গ্রুপের চ্যাম্পিয়ন ১২ দল খেলবে সরাসরি। আর চারটি দলকে জায়গা নিশ্চিত করতে হবে প্লে-অফ খেলে।

বিশ্বকাপ বাছাইয়ে ইউরোপিয়ান দলগুলো কে কোন গ্রুপে

গ্রুপ এ : জার্মানি/ইতালি (জয়ী), স্লোভাকিয়া, নর্দার্ন আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ।

গ্রুপ বি : সুইজারল্যান্ড, সুইডেন, স্লোভেনিয়া, কসভো।

গ্রুপ সি: পর্তুগাল/ ডেনমার্ক (পরাজিত), গ্রিস, স্কটল্যান্ড, বেলারুশ।

গ্রুপ ডি : ফ্রান্স/ক্রোয়েশিয়া (জয়ী), ইউক্রেন, আইসল্যান্ড, আজারবাইজান।

গ্রুপ ই : স্পেন/নেদারল্যান্ডস (জয়ী), তুরস্ক, বুলগেরিয়া, জর্জিয়া।

গ্রুপ এফ : পর্তুগাল/ ডেনমার্ক (জয়ী), হাঙ্গেরি, রিপাবলিক অব আয়ারল্যান্ড, আর্মেনিয়া।

গ্রুপ জি : স্পেন/নেদারল্যান্ডস (পরাজিত),পোল্যান্ড, ফিনল্যান্ড, লিথুয়ানিয়া, মাল্টা।

গ্রুপ এইচ : অস্ট্রিয়া, রোমানিয়া, বসনিয়া, সাইপ্রাস, স্যান মারিনো।

গ্রুপ আই : জার্মানি/ইতালি (পরাজিত),নরওয়ে, ইসরায়েল, এস্তোনিয়া, মলদোভা।

গ্রুপ জে : বেলজিয়া, ওয়েলস, নর্থ মেসিডোনিয়া,কাজাখস্তান, লিচেনস্টেইন।

গ্রুপ কে : ইংল্যান্ড, সার্বিয়া, আলবেনিয়া, লাটভিয়া, অ্যান্ডোরা।

গ্রুপ এল : ফ্রান্স/ক্রোয়েশিয়া (পরাজিত),চেকপ্রজাতন্ত্র, মন্টেনেগ্রো, ফ্যারো আইল্যান্ড, জিব্রাল্টার।

-যুগান্তর

Translate »