আইপিএলের ড্রাফটে সাকিব ও মুস্তাফিজসহ ৫ বাংলাদেশি

নিষেধাজ্ঞার কারণে গত বছর আইপিএল খেলতে পারেননি অলরাউন্ডার সাকিব আল হাসান, আর কার্টার মুস্তাফিজুর পারেননি বিসিবির ছাড়পত্র না পাওয়ায়। ২ জনের নামই উঠতে যাচ্ছে ২০২১ আইপিএলের নিলামে।
কেবল সাকিব আল হাসান আর মুস্তাফিজই নন, এবারের আইপিএলে বাংলাদেশ থেকে নিলামে নিবন্ধিত হয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ, সাইফউদ্দিন ও সৌম্য সরকার। আগামী ১৮ ফেব্রুয়ারি ভারতের চেন্নাইয়ে হবে নিলাম অনুষ্ঠান। কোভিড-১৯ এর কারণে আইপিএলের সর্বশেষ আসর বসেছিল আরব আমিরাতে। তবে বিসিসিআই এবার আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ভারতেই।
এবারের নিলামে উঠছে বিভিন্ন দেশের ১ হাজার ৯৭ ক্রিকেটারের নাম। যার মধ্যে ভারতের ৮১৪ সহ অন্যান্য দেশের ২৮৩ জন। সর্বোচ্চ ২৫ জন ক্রিকেটারকে প্রতিটি দল দলভুক্ত করতে পারে। সব ফ্র্যাঞ্চাইজি স্কোয়াডে ২৫ ক্রিকেটার পূর্ণ করলে ৬১ ক্রিকেটার নিলাম থেকে দল পাবেন, এর মধ্যে ২২ জন বিদেশি সুযোগ পাবেন। বাংলাদেশের যে ৫ জনের নাম আছে, তার মধ্যে সাকিব আল হাসানকে রাখা হয়েছে ২ কোটি রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে।
একই ক্যাটাগরিতে আছেন স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মইন আলী, জেসন রয়, কেদার যাদবসহ ১১ ক্রিকেটার।