Type to search

খেলাধুলা

১৪২ রানে টার্গেট দিলো বাংলাদেশ

দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ১৪২ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। দলের হয়ে ৩৯ বলে ৩৯ রান করেন মোহম্মদ নাঈম। এছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ ৩৭ রান করেন। সফরকারীদের হয়ে রাচিন রবীন্দ্র তিন উইকেট নেন।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দুই উদ্বোধনী ব্যাটসম্যান অপরাজিত থেকে অর্ধশতক রানের মাইলফলক পার করেন। এর পরই দ্রুত ফিরে যান লিটন কুমার দাস, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। লিটন ২৯ বলে ৩৩ রান করলেও শূন্য রানে আউট হন মুশফিকুর রহিম।

অন্যদিকে ৬ বলে ১২ রান করেন সাকিব। রাচিন রবীন্দ্রকে একপা বাড়িয়ে মারতে গিয়ে লং অনে ধরা পড়েন মোহাম্মদ নাঈম। মাহমুদউল্লাহ রিয়াদ ৩৭ রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করতে পারে বাংলোদেশ।

আজ অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামে স্বাগতিকরা। তবে নিউজিল্যান্ডে দলে দুটি পরিবর্তন এসেছে। ডাফি-টিকনারের পরিবর্তে দলে এসেছেন হামিশ ব্যানেট ও বেন সিয়ার্স। টি-টোয়েন্টি সংস্করণে অভিষেক ঘটছে সিয়ার্সের। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সফরকারীতে ৭ উইকেটে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা।

এবিসিবি/এমআই

Translate »