Type to search

খেলাধুলা

হারমের স্পিন ঘূর্ণিতে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়

দ্বিতীয় দিন শেষে ডারবান টেস্টের লাগাম বাংলাদেশ দলের হাতে থাকতে পারতো। তবে শেষ বেলায় প্রোটিয়া ডানহাতি স্পিনার সিমন হারমে বিষ দাঁত বসিয়েছেন। শেষ বেলায় তিন উইকেট তুলে নিয়ে বড় ক্ষতি করে দিয়েছেন। তার ঘূর্ণিতে প্রথম ইনিংসে ৪ উইকেট হারিয়ে ৯৪ রান তুলেছে বাংলাদেশ। ওপেনার মাহমুদুল জয় ৪৪ রানে অপরাজিত আছেন। তার সঙ্গী তাসকিন আহমেদ। প্রোটিয়ারা প্রথম ইনিংসে ২৬৯ রানে এগিয়ে আছে।

কিংসমিডে টস জিতে বোলিং নিয়েছিলেন মুমিনুল হক। কিন্তু সাইডস্ক্রিন সমস্যার কারণে প্রথম আধঘণ্টা খেলা না হওয়ায় টাইগারররা ঘরে তুলতে পারেনি সুবিধা। আলো স্বল্পতার কারণে শেষ বেলার সুবিধাও হারায় সফরকারীরা। ওই সুবিধা কাজে লাগিয়ে প্রোটিয়ারা ৪ উইকেটে ২৩৩ রান তুলে শেষ করে প্রথম দিন।

তবে দ্বিতীয় দিন সকালেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। পেসার খালেদ আহমেদ পরপর তুলে নেন কাইল ভেরাইনে (২৮) ও ওয়ান মুলদারকে (০)। প্রথম দিন ফিফটি করে অপরাজিত থাকা টেম্বা বাভুমা সাবলীলভাবে খেলে যাচ্ছিলেন। তাকে ৯৭ রানে বোল্ড করে সাজঘরে ফেরান মিরাজ। এরপরও কেশব মহারাজ (১৯), হারমার (৩৮*) এবং উইরিয়ামস ও অলিভিয়েরের (১২) ছোট ছোট সংগ্রহে ভালো রান পেয়ে যায় স্বাগতিকরা।

ব্যাট হাতে জবাব দিতে নেমেই বাংলাদেশ বুঝতে পারে একাদশে বাড়তি স্পিনার না রেখে ও টস জিতে বোলিং নিয়ে বড় ভুলটা করে ফেলেছে। নতুন বলে দুই প্রোটিয়া পেসার অলিভিয়ের ও উইলিয়ামস মাত্র ৯ ওভার বোলিং করেন। এরপর দুই প্রান্ত দিয়ে টানা বোলিং করে গেছেন বাঁ-হাতি স্পিনার মহারাজ ও ডানহাতি হারমে। মহারাজ সুবিধা করতে না পারলেও হারমে তুলে নিয়েছেন টপ অর্ডারের চার ব্যাটারকে।

শুরুতে হারমারের বলে বোল্ড হয়ে ফিরে যান বাঁ-হাতি ওপেনার সাদমান ইসলাম। তিনি ৯ রান করেন। এরপর নাজমুল শান্ত ও মাহমুদুল জয়ের জুটিতে দিন শেষ হবে বলে মনে হচ্ছিল। কিন্তু শান্তকে বোল্ড করে হারমে তাদের ৫৫ রানের জুটি ভাঙেন। শান্ত ৮৭ বলে দুই চার ও দুই ছক্কায় ৩৮ রান করে ফিরে যান। হারমের পরের ওভারে শটে ক্যাচ দেন মুমিনুল হক (০)। ডানহাতি ওই স্পিনার তুলে নিয়েছেন মুশফিককেও (৭)।

বাংলাদেশ দলের হয়ে প্রথম ইনিংসে চার উইকেট নিয়েছেন পেসার খালেদ আহমেদ। তিন উইকেট দখল করেছেন মেহেদি মিরাজ। এছাড়া এবাদত হোসেন নিয়েছেন দুই উইকেট। ওয়ানডে সিরিজে দুর্দান্ত বোলিং করা তাসকিন আহমেদ উইকেট শূন্য থেকেছেন। প্রোটিয়াদের হয়ে চার উইকেটই নিয়েছেন হারমে।

প্রথম টেস্ট, দ্বিতীয় দিন

বাংলাদেশ প্রথম ইনিংস: ৯৮/৪, ওভার-৪৯।

জয়-৪৪ (অপ.), সাদমান-৯, শান্ত-৩৮, মুমিনুল-০, মুশফিক-৭, তাসকিন-০ (অপ.)।

দক্ষিণ আফ্রিকা বোলিং-অলিভিয়ের-৯/০, উইলিয়ামসন-১৫/০, হারমের-৪২/৪, মহারাজ-২৪/০, এলগার-৮/০।

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ৩৬৭/১০, ওভার-১২১।

এলগার-৬৭, আরউই-৪১, পিটারসন-১৯, বাভুমা-৯৩, রিকেলটন-২১, ভারাইনে-২৮, মুলদার-০, মহারাজ-১৯, মারমের-৩৮ (অপ.), উইলিয়ামস-১২, অলিভিয়ের-১২।

বাংলাদেশ বোলিং-তাসকিন-৬৯/০, এবাদত-৮৬/২, খালেদ-৯২/৪, মিরাজ-৯৪/৩, মুমিনুল-১৭/০।

দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে বাংলাদেশ ২৬৯ রানে পিছিয়ে।

এবিসিবি/এমআই

Translate »