Type to search

খেলাধুলা

সেমিতে টিকে থাকতে লড়ছে বাংলাদেশ

জিতলে সেমিফাইনাল, হারলে বিদায়। এমন ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ভালোর আশা দিয়ে ফিরে গেছেন ওপেনার লিটন দাস।

৪ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৪ রানে ব্যাট করছে। ওপেনার নাজমুল শান্ত ১৮ রান করেছেন। সৌম্য সরকর ৬ রানে খেলছেন। লিটন দাস ৮ বলে এক ছক্কায় ১০ রান করে ফিরেছেন।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে তিন পরিবর্তন এনেছে বাংলাদেশ। ব্যাটার ইয়াসির রাব্বি বাদ পড়েছেন। তার জায়গায় দলে ঢুকেছেন সৌম্য সরকার। শরিফুল ইসলাম ও হাসান মাহমুদকে বাদ দিয়ে পেসার এবাদত হোসেন ও বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদকে নেওয়া হয়েছে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ী একাদশে আস্থা রেখেছে পাকিস্তান। অধিনায়ক বাবর আজম জানিয়েছেন, ওপেনিংয়ে তারা দু’জন ভালো করতে পারছেন না। এই ম্যাচে সেরাটা দেওয়ার চেষ্টা করবেন।

বাংলাদেশ একাদশ: নাজমুল শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন, নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন।

পাকিস্তান একাদশ: বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহিন আফ্রিদি, ওয়াসিম জুনিয়র, হারিস রউফ, নাসিম শাহ।

এবিসিবি/এমআই

Translate »