Type to search

খেলাধুলা

সুপার ফোরে ভারত-পাকিস্তানের মহারণ আজ

এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারত ও পাকিস্তানের যুদ্ধ দেখা গেছে। ওই ম্যাচ ঘিরে তেমন উত্তাপ ছড়ায়নি। বিরাট কোহলি-বাবর আজমরা বন্ধুর পথে হেঁটেছিল। দুই দেশের সাবেকরাও তেমন খোঁচা দেয়নি। তবে সুপার ফোরে রোববার বাংলাদেশ সময় রাত আটটায় ভারত-পাকিস্তান মহারণের আগে সাবেকরা নেমেছে কথার লড়াইয়ে।

সাবেক পাকিস্তান ক্রিকেটার মোহাম্মদ হাফিজ ভারতকে আইসিসির কোলের সন্তান বলে মন্তব্য করেছেন। যার রোজগার বেশি তার কদর বেশি বলে উল্লেখ করেছেন।

ওদিকে সাবেক ভারতীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জেরেকার বলেছেন, ‘পাকিস্তান দলের সমস্যা হলো, তারা ব্যাট হাতে ম্যাচের ভিত্তি তৈরি করতে বেশি সময় নিয়ে ফেলে। এতে করে চার,পাঁচ ও ছয়ে ব্যাট করা ক্রিকেটার রান বড় করার তেমন সুযোগ পায় না।’

ওদিকে পাকিস্তান পেসার হ্যারিস রউফ চমকে যাওয়ার মতো মন্তব্য করেছেন। তার মতে, রোহিত শর্মা-বিরাট কোহলি ভারতের মূল ব্যাটার না। ভারত সূর্যকুমার ও হার্ডিক পান্ডিয়ার ওপর নির্ভরশীল, ‘তাদের মূল ব্যাটার দু’জন। সূর্যকুমার ও পান্ডিয়া। আমাদের লক্ষ্য থাকবে ভারতের দ্রুত উইকেট নেওয়া। যাতে তারা সেট হওয়ার সময় না পায়।’

আকিব জাভেদও মনে করছেন, ভারতের মূল ক্রিকেটার হার্ডিক পান্ডিয়া। তার মতো ক্রিকেটার পাকিস্তানের নেই বলে মন্তব্য করেন তিন, ‘ভারতের বড় সুবিধা হলো, তাদের হার্ডিক পান্ডিয়া আছে। পাকিস্তানের ওমন অলরাউন্ডার নেই। সে অনেকটা সাবেক পাকিস্তান  অলরাউন্ডার আব্দুর রাজ্জাকের মতো।’

নিজেদের দলের সমালোচনাও করেছেন সাবেক ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা। ভারতের টি-২০ বিশ্বকাপ জয়ী পেসার আরপি সিং যেমন বলেছেন, রাহুলকে একাদশ থেকে বাদ দেওয়া উচিত। কারণ তিনি দলে থাকার মতো কিছু দেখাতে পারেননি। ইনজুরি থেকে ওঠায় রাহুলের কিছুই ঠিক হচ্ছে না বলে মন্তব্য করেছেন তিনি। দিনেশ কার্তিককেও বাদ দেওয়ার কথা বলেছেন।

সাবেক পাকিস্তান অধিনায়ক ওয়াসিম আকরাম মনে করছেন, বাবরদের পরাজয়ের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। বুঝে শুনে কিছু ঝুঁকি নিতে হবে। হার্ডিক পান্ডিয়া এবং রবিন্দ্র জাদেজাকে প্রথম ম্যাচে ভারত ব্যাটিং অর্ডারে ওপরে খেলিয়েছে। একটু এদিক-ওদিক বাবর আজমরাও করতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।

এছাড়া হার্ডিক পান্ডিয়ার প্রশংসা করেছেন ওয়াসিম। তার মতে, হার্ডিক প্রোপার অলরাউন্ডার। বল হাতে ১৪০ কিলোমিটার গতি তুলতে পারে। ফিল্ডিংয়ে বিদ্যুৎ গতি তার। ব্যাট করতে নামলে ভয়ডরহীন খেলে। পাকিস্তানের মনোযোগ হারালে চলবে না বলেও মন্তব্য করেন তিনি।

এবিসিবি/এমআই

Translate »