Type to search

খেলাধুলা

সাকিবের চুক্তি সমর্থন করে না বিসিবি

অনলাইন বেটিং সাইট বেটউইনারের অঙ্গপ্রতিষ্ঠান বেটউইনার নিউজের দূত হিসেবে বাংলাদেশের শীর্ষ তারকা সাকিব আল হাসান চুক্তিবদ্ধ হয়েছেন। গত মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছেন খবরটা। এরপর থেকেই বিষয়টি নিয়ে চলছে বিতর্ক।

মঙ্গলবার রাতে সাকিব ফেসবুকে বেটউইনার নিউজের সঙ্গে অফিসিয়া পার্টনারশিপের ঘোষণা দিয়ে লেখেন, ‘প্রিয় ভক্তরা। বেটউইনার নিউজের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির বিষয়ে ঘোষণা দিতে পেরে আমি গর্বিত।’

সাকিব আরও লেখেন, ‘বেট উইনার নিউজ স্পোর্টস সংবাদের একমাত্র সূত্র। তুমি যদি সবসময় ট্রেন্ডের সঙ্গে থাকতে চাও এবং খুব গুরুত্বপূর্ণ ম্যাচ বিশ্লেষণ ও খেলার হাইলাইটস পেতে চাও তাহলে বেট উইনার নিউজ তোমার জন্য।

‘সাকিবের এই নতুন বিতর্ক উত্থাপিত হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সংবাদ সম্মেলনেও। সাকিব ইস্যুতে তিনি বললেন, ‘প্রথম কথা হচ্ছে আমাদের অনুমতি নেয়ার প্রশ্নই ওঠে না। কারণ আমরা অনুমতি দিবই না। যদি বেটিং কিছু হয়ে থাকে তাহলে অনুমতি তো দিবই না। এটার মানে হচ্ছে, সাকিব আমাদের কাছে অনুমতি চায়নি।’

বিসিবি সভাপতি জানিয়েছেন, এ বিষয়ে বোর্ডের কিছুই জানা ছিল না। তবে এখন যেহেতু আলোয় এসেছে বিষয়টি, তাই বোর্ডের পক্ষ থেকে সাকিবের কাছে এ বিষয়ে পরিষ্কার জানতে চাওয়া হবে, এটি সত্যিই বেটিং প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কি না

বিসিবি নিজ থেকে এ বিষয়ে আগে তদন্ত করবে। বিসিবির লিগ্যাল বিভাগ সাকিবের চুক্তি সম্পর্কে তার কাছ থেকে জানতে চাইবে। তদন্তে তার ভুল পেলে বিসিবি তাকে নোটিশ করবে। নাজমুল হাসান বলেছেন, ‘আজকের মিটিংয়ে এই কথাটা উঠেছিল। আমরা বলেছি যে, এটা তো কোনোভাবেই সম্ভব নয়, এটা কীভাবে হয়! তাড়াতাড়ি এটা বের করো যে এটা আসলেই হয়েছে কি না। হলে অনতিবিলম্বে জানতে চাও। নোটিশ সার্ভ করা হবে, এটা কীভাবে সম্ভব। এটা তো বোর্ড কোনোভাবেই মেনে নেবে না। বেটিংয়ের সঙ্গে এটার কোনোরকম, কোনোকিছুর সংযুক্ত থাকে, এটা বোর্ড কখনোই গ্রহণ করবে না। এটা অলরেডি আমরা বলেছি।’

বেটউইনার নিউজ খেলাধুলার সংবাদবিষয়ক ওয়েবসাইট হলেও মূলত বেটউইনার নামে একটি বেটিং কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান এটি। বাংলাদেশ থেকে বেটউইনারের ওয়েবসাইটেও প্রবেশ করার সুযোগ নেই। কারণ, সেটি ব্লক করা।

এবিসিবি/এমআই

Translate »