সফরকারী শ্রীলঙ্কা দলে করোনা শনাক্ত ৩

বাংলাদেশ সফররত শ্রীলঙ্কা ক্রিকেট দলের বোলিং কোচ চামিন্ডা ভাসসহ মোট ৩ সদস্য করোনা শনাক্ত হয়েছেন। প্রথম ওয়ানডে মাঠে গড়ানোর মাত্র কয়েক ঘণ্টা আগে জানা গেছে এখবর। ভাস ছাড়া বাকি ২জন হলেন ইসুরু উদানা আর শিরান ফার্নান্ডো।
আজ রবিবার (২৩ মে) এখবর জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো। আজই দুপুর একটায় সিরিজের প্রথম ওয়ানডে শুরু হওয়ার কথা রয়েছে। এখন পরিবর্তিত পরিস্থিতিতে এটা হবে কিনা তা নিয়ে আছে শঙ্কা।
এশিয়া কাপ ও অন্যান্য বৈশ্বিক আসরে বাংলাদেশ আর শ্রীলঙ্কা এখন পর্যন্ত ৮টি ওয়ানডে সিরিজ খেলেছে। সেখানেও লঙ্কানদের সুস্পষ্ট প্রাধান্য। শ্রীলঙ্কা জিতেছে ৬ সিরিজ। দুটি সিরিজ ১-১ এ অমিমাংসিত থেকে গেছে। আর ৫ বার সিরিজে টাইগারদের হোয়াইটওয়াশ (৩-০ তে) করেছে লঙ্কানরা। এছাড়া একটি মাত্র সিরিজে বাংলাদেশ লড়াই করে শেষ পর্যন্ত ২-১ এ হার মানে। সেটা ২০০৬ সালে দেশের মাটিতে।