সংযুক্ত আরব আমিরাতে ১৯ সেপ্টেম্বর থেকে আইপিএল শুরু

করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) অবশেষে শুরু হচ্ছে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে এবারের ১৩তম আসরের সংযুক্ত আরব আমিরাতে পর্দা উঠছে। ৮ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে বাণিজ্যিক এ আসরের পর্দা নামবে।
শুক্রবার (২৪ জুলাই) আইপিএলের গভর্নিং বডির চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল সংবাদ সংস্থার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। প্যাটেল জানান, লীগ ১৯ সেপ্টেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত আয়োজিত হবে। জানানো হয়েছে ফ্র্যাঞ্চাইজিদেরও।
এর আগে আইপিএলের গভর্নিং কাউন্সিল তিনটি বিষয় নিয়ে আলোচনায় বসে। সংযুক্ত আরব আমিরাতকে বৈঠকের পরই ভেন্যু হিসেবে নিশ্চিত করা হয়।
এবারের আসরে অনুষ্ঠিত হবে মোট ৬০টি ম্যাচ। ১৪টি করে ম্যাচ খেলবে প্রতিটি দল। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম, শারজা ক্রিকেট স্টেডিয়াম এবং আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচগুলি অনুষ্ঠিত হবে।