Type to search

খেলাধুলা

যাদুকর মেসিকে অভিনন্দন জানাননি তেভেজ, চেয়েছিলেন ফ্রান্সের জয়

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর থেকেই পুরো বিশ্ব মেতে আছে লিওনেল মেসির বন্দনায়। ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন তিনি। সাবেক থেকে বর্তমান ফুটবলারদের অভিনন্দনে সিক্ত হচ্ছেন ক্ষুদে জাদুকর। কিন্তু আর্জেন্টিনা দলে তার সাবেক সতীর্থ কার্লোস তেভেজ এখনও অভিনন্দন জানাননি মেসিকে। উদযাপন করেননি আলবিসেলেস্তেদের বিশ্বকাপ জয়। এমনকি ফাইনালে আর্জেন্টিনার হার চেয়েছিলেন দেশটির হয়ে দুইটি বিশ্বকাপ খেলা তেভেজ।

আর্জেন্টিনার হয়ে ৭৬ ম্যাচ খেলা তেভেজ বুয়েনস এইরেস ভিত্তিক রেডিও স্টেশন ‘রেডিও মিত্র’ এর সঙ্গে আলাপচারিতায় বলেন, কাতার বিশ্বকাপে খুব একটা চোখ রাখেননি তিনি। একই সাথে বিশ্বকাপ জয়ে মেসিকে শুভেচ্ছাবার্তাও পাঠাননি তিনি।

তেভেজ নিজে মেসিকে বার্তা না পাঠালেও তার ছেলেরা মেসির খেলা উপভোগ করেছে বলে জানান তিনি। তেভেজ বলেন, ‘মেসিকেও কিছু (শুভেচ্ছাবার্তা) লিখিনি আমি কারণ (অসংখ্য শুভেচ্ছাবার্তায়) তার ফোন নিশ্চিতভাবেই ধ্বংস হওয়ার উপক্রম হয়েছিল। তবে আমার বাচ্চারা তার গোলগুলো উপভোগ করেছে যা আমাকে আনন্দিত করেছে।

’নিজ দেশ আর্জেন্টিনার খেলা না দেখলেও ফ্রান্সের খেলা অনেক দেখেছেন বলেও মন্তব্য করেন তেভেজ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ফ্রান্সের খেলা আমি অনেক দেখেছি, কারণ তারা এমন একটা দল যাদের খেলা আমি পছন্দ করতাম।’

গত বছর বোকা জুনিয়র্সের হয়ে খেলোয়াড়ি জীবনের ইতি ঘটিয়ে কোচিংয়ে নাম লেখান তেভেজ।

এবিসিবি/এমআই

Translate »