Type to search

খেলাধুলা

মেসি-নেইমার-এমবাপ্পেকে নিয়েও রক্ষা পেলো না পিএসজি

কিংসলে কোম্যানের একমাত্র গোলে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর প্রথম লেগের ম্যাচে পিএসজিকে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। পিএসজির তিন বড় তারকা মেসি-নেইমার-এমবাপ্পেও পারেনি দলের হার এড়াতে। বদলি হিসেবে খেলতে নামা এমবাপ্পে অফসাইডের কারণে অল্পের জন্য সমতা ফেরাতে পারেনি।

পার্ক দ্যেস প্রিন্সেসে আলফোনসো ডেভিসের ক্রসে ৫৩ মিনিটে অনেকটা ফাঁকায় দাঁড়ানো কোম্যান এগিয়ে দেন বায়ার্নকে। ঠিক ঐ মুহূর্তেই ইনজুরি কাটিয়ে দলে ফেরার জন্য সাইডলাইনে প্রস্তুতি নিচ্ছিলেন এমবাপ্পে। দলের সর্বোচ্চ গোলদাতাকে মাঠে নামিয়েও অবশ্য শেষ পর্যন্ত সফল হতে পারেনি স্বাগতিক পিএসজি।

ম্যাচ শেষের আট মিনিট আগে নুনো মেনডেসের কাটব্যাক থেকে এমবাপ্পে বল জালে জড়ালে পুরো স্টেডিয়াম উল্লাস করে ওঠে। কিন্তু পর্তুগিজ ফুলব্যাক পাস দেওয়ার আগে সর্বশেষ ডিফেন্ডারের সামান্য আগে থাকায় অফসাইডের কারনে গোলটি বাতিল হয়ে যায়। ম্যাচের একেবারে শেষ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ডের কারণে বেঞ্জামিন প্যাভার্ড মাঠ ছাড়লে বায়ার্ন ১০ জনের দলে পরিণত হয়েছিল। কিন্তু তারপরও পিএসজিকে হার নিয়েই বাড়ি ফিরতে হয়েছে।

ম্যাচের একবারে শেষভাগে এমবাপ্পের কল্যাণে ফরাসি জায়ান্টরা কিছুটা আগ্রাসী হয়ে উঠেছিল। কিন্তু একইসাথে প্রতিপক্ষের বেশ কিছু আক্রমণে বড় ব্যবধানের পরাজয় কমাতে গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুমাকে শেষ পর্যন্ত সতর্ক থাকতে হয়েছে।

আগামী ৮ মার্চ মিউনিখে দ্বিতীয় লেগের ম্যাচে পিএসজি ফিরে আসার অপেক্ষায় রয়েছে। ম্যাচ শেষে এমবাপ্পে বলেছেন, ‘আমরা এখন পিছিয়ে গেলাম। কিন্তু একইসঙ্গে পুরো ম্যাচে তাদের বেশ কয়েকবার আমরা সমস্যায় ফেলেছি যা পরের ম্যাচে কাজে লাগবে। এখন আমাদের একটি বিষয় নিশ্চিত করতে হবে দ্বিতীয় লেগের আগে সবাই যেন সুস্থ থাকে। আমরা মিউনিখে যাবো পরবর্তী রাউন্ডে খেলার উদ্দেশ্য নিয়ে।’

এবিসিবি/এমআই

Translate »