Type to search

খেলাধুলা

মুশফিকুর প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে বেশি বল খেলার রেকর্ড

বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি বল খেলার রেকর্ড মুশফিকুর রহিমের। অবশ্য, এটা আগে থেকেই ছিল। এবার সেটিকে নতুন উচ্চতায় নিয়ে গেলেন দেশসেরা এই ব্যাটার। প্রথম বাংলাদেশি হিসেবে বল মোকাবিলায় ১০ হাজারী ক্লাবে প্রবেশ করলেন তিনি।

চট্টগ্রাম টেস্ট খেলতে নামার আগে মুশফিক বল মোকাবিলা করেছিলেন ৯ হাজার ৮০৩টি। পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে তিনি ২২৫ বল মোকাবিলা করে রান করেছেন ৯১। অর্থাৎ এখন টেস্ট ক্রিকেটে মুশফিকের বল মোকাবিলার সংখ্যা দাঁড়িয়েছে ১০০২৮ টিতে।

বাংলাদেশি ব্যাটারদের মধ্যে এই তালিকায় দ্বিতীয় স্থানে তামিম ইকবাল (৮২৯০ বল), তৃতীয় স্থানে সাকিব আল হাসান (৬৩৭৯ বল), চতুর্থ স্থানে মুমিনুল হক (৬১৪৩ বল) এবং পঞ্চম স্থানে আছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল (৫৯৪০ বল)।

এবিসিবি/এমআই

Translate »