Type to search

খেলাধুলা

মিরাজের ব্যাটে বড় সংগ্রহের দিকে বাংলাদেশ

ব্যাটসম্যানদের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ প্রথম ইনিংসের মোটামুটি বড় স্কোরের কাছে পৌঁছেছে। ২য় দিনের শুরুতেই লিটন দাসকে হারালেও ওয়েস্ট ইন্ডিজ বোলারদের প্রাথমিক ধাক্কা সামাল দিয়েছেন সাকিব ও মেহেদি হাসান।

২ জনের পার্টনারশীপে ৩০০ রানের গণ্ডী পেরিয়েছে বাংলাদেশ। সাকিব করেছেন ৬৮। তবে তিনি ইনিংস বেশি বড় করতে পারেননি। ৬৮ রানে সহজ ক্যাচ দিয়ে ফিরেছেন সাজঘরে। মিরাজ ৫৮ রানে অপরাজিত আছেন। লিটন দাস ৩৮ রানে আউট হয়ে যান। তাজুল ১৮ রানে গাবরিলের বলে ক্যাচ আউট হয়ে যান। ব্যাটিং আছেন নাঈম হাসান ও মেহেদি হাসান।

মেহেদি হাসানের ওপর ভর করেই মধ্যাহ্নভোজের বিরতির পর বড় স্কোরের দিকে ধাবিত হবে বাংলাদেশ। বিরতি পরে বাংলাদেশের সংগ্রহ ৩৫৯ রান ৮উইকেটের বিনিময়ে।

Translate »