Type to search

খেলাধুলা

ভারতীয় ব্যাটসম্যানদের সাহায্যে দ্রাবিড়কে দ্রুত অস্ট্রেলিয়ায় পাঠানোর দাবি

 

স্পোর্টস ডেস্ক:

অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ৩৬ রানে গুটিয়ে যাওয়ার পর ভারতীয় ব্যাটসম্যানদের নিয়ে সেদেশের গণমাধ্যমে উঠেছে অনেক প্রশ্ন। খোঁজা হচ্ছে সমাধান।  তদের এই দুর্দশা কাটাতে সাবেক তারকা ও জাতীয় একাডেমির কোচ রাহুল দ্রাবিড়কে অস্ট্রেলিয়ায় পাঠানোর দাবি করেছেন আরেক সাবেক তারকা দিলিপ ভেংকসরকার।

শনিবার অ্যাডিলেডে দিবারাত্রির টেস্টে চূড়ান্ত বিব্রতকর পরিস্থিতিতে পড়ে ভারতের ব্যাটিং। নিজেদের ইতিহাসে সবচেয়ে কম ৩৬ রানে গুটিয়ে যায় তারা। প্রথম দুদিনে এগিয়ে থেকেও ভয়াল ব্যাটিং ধসে ম্যাচ হারে বড় ব্যবধানে।

অস্ট্রেলিয়ান পেসারদের ছোট ছোট বিষধর স্যুইংয়ের কোন জবাব ছিল না বিরাট কোহলিদের। ভেংকসরকার মনে করেন এসব পরিস্থিতি কি করে সামলাতে হবে বাতলে দিতে পারেন কেবল দ্রাবিড়,  ‘দলকে সাহায্য করার জন্য বিসিসিআইর দ্রুত দ্রাবিড়কে অস্ট্রেলিয়ায় পাঠানো উচিত। ওই কন্ডিশনে বল মুভ করলে কীভাবে খেলতে হবে আর কেউ ভালো গাইড করতে পারবে না। তার উপস্থিতি নেটে দলকে উজ্জীবিত করবে।’

ব্যাঙ্গালুরু থেকে জাতীয় একাডেমির দায়িত্বে আছেন ভারতের ইতিহাসের অন্যতম সেরা সলিড ব্যাটসম্যান দ্রাবিড়। ভেংকসরকার মনে করেন সেই কাজ আপাতত মুলতবি রেখে বৃহত্তর স্বার্থে তাকে জাতীয় দলের সঙ্গে যুক্ত করা হোক,  ‘দ্রাবিড়ের কাছ থেকে সেরা সার্ভিস পেতে হলে তাকে জাতীয় দলের কাজে লাগানো হোক। বাকি তিন টেস্টে যেহেতু কোহলিও নেই।’

‘যদি তাকে দুই সপ্তাহের কোয়ারেন্টিনেও থাকতে হয় তবু সে তৃতীয় টেস্টের আগে সিডনিতে যুক্ত হতে পারবে। দ্রাবিড়কে জাতীয় দলের সঙ্গে যুক্ত করার এটাই সময়।’

আশি-নব্বুইর দশকে ভারতীয় ব্যাটিংয়ের বড় নাম ভেংকসরকার মনে করেন খুব সাধারণ কিছু ভুলেই এমন অবস্থা হয়েছিল ব্যাটসম্যানদের,  ‘আমি মানছি অস্ট্রেলিয়ান পেসাররা নিখুঁত নিয়ন্ত্রণ রেখে বল করছিল। কিন্তু টেস্ট ম্যাচে ব্যাটসম্যানদের কাছ থেকে দৃঢ়তা প্রত্যাশিত ছিল। কিন্তু ফুটওয়ার্ক আর শট সিলেকশন ছিল দুর্বল।’

Translate »