Type to search

খেলাধুলা

ভারতকে হারিয়ে সেমি ফাইনালে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারীরা

অবশেষে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ নারী ফুটবল দল। নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে গ্রুপ সেরার লড়াইয়ে নেমে ভারতকে ৩-০ গোলে বিধ্বস্থ করে সেমি-ফাইনালে উঠেছে বাংলাদেশ।বাংলাদেশের হয়ে দুই গোল করেছেন স্বপ্না ও কৃষ্ণা।

‘এ’ গ্রুপের ম্যাচটি ছিল গ্রুপ সেরা হওয়ার লড়াইও। আগের দুই ম্যাচে মালদ্বীপ ও পাকিস্তানকে গোল বন্যায় ভাসিয়ে দেওয়া বাংলাদেশের সামনে বেশ শক্ত প্রতিপক্ষ ছিল ভারত। ফিফা র‌্যাংকিংয়ে ভারতের অবস্থান যেখানে ৫৮ নম্বরে সেখানে বাংলাদেশ ১৪৭তম। কিন্তু বাংলার মেয়েরা যেন এই র‌্যাংকিং ভুল প্রমাণ করে দিলেন।

প্রথম থেকেই ম্যাচের দাপট ও নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের হাতে। আক্রমণের শুরু থেকেই গতি দেখানে বাংলাদেশ ৭ মিনিটে ভারতের জালে বল ঢুকিয়ে দেয়। তবে ফাউলের কারণে তা বাতিল হয়ে যায়।

তবে গোল পেতে দেরি হয়নি। ১২ মিনিটে স্বপ্না নিখুঁত পাসে বল জালে জড়িয়ে উল্লাসে মাতেন।

সমতায় আসতে মরিয়া ভারত ১৯ মিনিটে বক্সের বাইরে বিপদজনক জায়গা থেকে ফ্রি কিক পেয়েছিল। কিন্তু তাদের নেয়া শট বারের ওপর দিয়ে চলে যায়।

কিন্তু ৩ মিনিট যেতেই ভারতকে যেন একহাত দেখিয়ে দেয় বাংলার মেয়েরা। ২২ মিনিটে আড়াআড়ি শটে দারুণ গোল করনে কৃষ্ণা।

প্রথমার্ধের বাকিটা সময় খেলা কিছুটা ধীরগতিতে চলে। তবে ভারতকে কোনো সুযোগ দেয়নি বাংলাদেশের ডিফেন্স।

বিরতির পর ৪৭ মিনিটে ব্যবধান কমানোর সুযোগ এসেছিল ভারতের। তবে গোলরক্ষক রুপনা চাকমার দক্ষতায় বেঁচে যায় বাংলাদেশ।

৬ মিনিট পরই আবার আনন্দে ভাসে বাংলাদেশ। স্বপ্নার নেওয়া নিখুঁত শট ৩ গোলে এগিয়ে নিয়ে জয় নিশ্চিত করে দেয় বাংলাদেশকে।

এবিসিবি/এমআই

Translate »