Type to search

খেলাধুলা

ভারতকে ইনিংস ও ৭৬ রানে হারালো ইংল্যান্ড

সিরিজের তৃতীয় টেস্টে ভারতকে ইনিংস ও ৭৬ রানে হারিয়েছে ইংল্যান্ড। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-১ সমতা আনলো জো রুটের দল। নটিংহামে প্রথম টেস্ট ড্র হয়েছিলো। আর লর্ডসে দ্বিতীয় টেস্ট ১৫১ রানে জিতেছিল ভারত।

প্রথম ইনিংসে মাত্র ৭৮ রানে গুটিয়ে যায় ভারত। জবাবে স্বাগতিক ইংল্যান্ড ৪৩২ রান সংগ্রহ করে। ৩৫৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় শুরু করে বিরাট কোহলির দল।

তৃতীয় দিন শেষে ইনিংস হার এড়াতে ৮ উইকেটে হাতে নিয়ে ১৩৯ রানের প্রয়োজন ছিলো টিম ইন্ডিয়ার। শেষ পর্যন্ত ২৭৮ রানে অলআউট হয় ভারত। ফলে ইনিংস ও ৭৬ রানে জয় পায় ইংল্যান্ড।

৭ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হন ইংল্যান্ডের রবিনসন। আগামী ২ সেপ্টেম্বর থেকে ওভালে শুরু হবে সিরিজের চতুর্থ টেস্ট।

Translate »