বিশ্বকাপে ডেপুটি ছাড়াই দলকে নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ
আন্তর্জাতিক ক্রিকেটে ৩ ফরম্যাটেই বাংলাদেশ জাতীয় দলে সহ-অধিনায়ক পদটি ফাঁকা। টেস্টে মুমিনুল হক, ওয়ানডেতে তামিম ইকবাল ও টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ রিয়াদ ডেপুটি ছাড়াই দলকে নেতৃত্ব দিচ্ছেন। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও সহ-অধিনায়ক ছাড়াই বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি।
গতকাল বোর্ড সভার পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, বিশ্বকাপে কাউকে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হবে না। অধিনায়ক মাহমুদউল্লাহকে সাহায্য করবেন সাকিব, মুশফিকের মতো সিনিয়র ক্রিকেটাররা।
টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক ঘোষণার প্রশ্নে গতকাল মিরপুর স্টেডিয়ামে পাপন বলেছেন, ‘সহ-অধিনায়ক দেওয়ার কোনো পরিকল্পনাই নাই আমাদের। কারণ বিশ্বকাপে আমাদের মাহমুদউল্লাহ আছে, এই দলে সাকিব আছে, মুশফিক আছে। ওদের তো আর সহ-অধিনায়ক করতে পারি না। এতগুলো সিনিয়র ক্রিকেটার থাকতে আমরা কেন খামোখা আরেকটা দায়িত্ব দিতে যাব।
এবিসিবি/এমআই