Type to search

খেলাধুলা

ফলোঅনের অপেক্ষা নিয়ে তৃতীয় দিন নামবে টাইগাররা

ভারতকে প্রথম ইনিংসে ৪০৪ রানে আটকেছে বাংলাদেশ। তাইজুল ইসলাম ও মেহেদি মিরাজ চারটি করে উইকেট নিয়েছেন। চেতেশ্বর পূজারা ও শ্রেয়াস আয়ারকে সেঞ্চুরি বঞ্চিত করাও বোলারদের সাফল্য। ব্যাটিংও হয়েছে পুরনো ধাঁচে নাজমুল শান্তর গোল্ডেন ডাক দিয়ে। ওই বাংলাদেশ ৮ উইকেটে ১৩৩ রান তুলে দ্বিতীয় দিন শেষে করেছে।

তৃতীয় দিন ফলোঅনে পড়ার অপেক্ষা নিয়ে নামবে বাংলাদেশ। ফলোঅন এড়াতে হলে অন্তত ২০৪ রান করতে হবে বাংলাদেশের। অপরাজিত থাকা এবাদতকে নিয়ে মিরাজ কতদূর যেতে পারেন সেটাই দেখার অপেক্ষা।

চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন সকালেই সাজঘরে ফেরেন ৮২ রানে দিন শুরু করা শ্রেয়াস আয়ার। মাত্র চার রান যোগ করতে পারেন তিনি। রবিশচন্দন অশ্বিন ৫৮ এবং কুলদীপ যাদব ৪০ রান করে দলের সংগ্রহ বাড়িয়ে নেন। এর আগে পূজারা ৯০ রানের ইনিংস খেলেন। ঋষভ পান্ত করেন ৪৬ রান। দুই ওপেনার কেএল রাহুল ও শুভমন গিল যথাক্রমে ২২ ও ২০ রান করেন।

জবাব দিতে নেমে ইনিংসের প্রথম বলেই আউট হন নাজমুল শান্ত। সিরাজের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। পরেই তিনে নামা ইয়াসির রাব্বি ৪ রান করে উমেশ যাদবের বলে বোল্ড হন। ওপেনিং করা জাকির হাসান ও চারে নামা লিটন দাস সেট হওয়ার আশা দিয়ে ফিরে যান। জাকির করেন ২০ রান। লিটনের ব্যাট থেকে আসে ২৪।

দলের সেরা টেস্ট ব্যাটার মুশফিকুর রহিমও সেট হয়ে ফিরে যান। তিনি দলের পক্ষে সর্বোচ্চ ২৮ রানের ইনিংস খেলেন। এর মধ্যেই সাকিব আল হাসান (৩) ও নুরুল হাসান (১৬) আউট হয়ে দলকে ফলোঅনের পথে ঠেলে দেন। দলের রান তখন ৬ উইকেটে ৯৭। দলের রান একশ’ হওয়ার পরেই শূন্য রানে আউট হন তিনি। পরে মেহেদি মিরাজ ১৬ এবং এবাদত হোসেন ১৩ রান করে দিন শেষ করেন। ফলোঅনের অপেক্ষা বাড়ান।

ভারতীয় বাঁ-হাতি লেগ স্পিনার কুলদীপ যাদব চার উইকেট নিয়ে বাংলাদেশের ইনিংস ধসিয়ে দিয়েছেন। তিনি ১০ ওভার হাত ঘুরিয়ে ৪ উইকেট তুলে নিয়েছেন। পেসার মোহাম্মদ সিরাজ ৯ ওভার বোলিং করে মাত্র ১৪ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট। অন্য উইকেটটি নিয়েছেন উমেশ যাদব। বাংলাদেশের হয়ে মিরাজ-তাইজুলের চারটির বাইরে একটি করে উইকেট নিয়েছেন পেসার খালেদ আহমেদ ও এবাদত।

এবিসিবি/এমআই

Translate »