Type to search

খেলাধুলা

নিউজিল্যান্ডের রান পাহাড়ে চাপা পড়ে টানা হ্যাট্টিক হার বাংলাদেশের

ত্রিদেশীয় সিরিজে ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে জিততেই হতো বাংলাদেশকে। পারেনি বাংলাদেশ। নিউজিল্যান্ডের রান পাহাড়ে চাপা পড়ে ৪৮ রানে হেরে গেছে টাইগাররা। দলকে জেতাতে আপ্রাণ চেষ্টা করেছিলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। তবে পেলেন না তার যোগ্য সঙ্গী।

২০৯ রানের টার্গেটে সাকিব ঝড়ো ফিফটি তুলে নিলেও বাংলাদেশকে থামতে হয় ৭ উইকেটে ১৬০ রানেই। দলকে জেতাতে না পারলেও টি-টোয়েন্টিতে নিজের ১১তম অর্ধ-শতক করার পথেই বাংলাদেশের হয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে প্রায় সব রেকর্ডেরই মালিক হয়ে গিয়েছেন সাকিব।

বিশাল রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এক সাকিব ছাড়া কেউই দাঁড়াতে পারেননি কিউই বোলারদের সামনে। লিটন আর সৌম্য কিছুটা আশা দেখালেও নিজেদের ইনিংস বড় করতে পারেননি। ৪৪ বলে ৮ চার আর ১ ছক্কায় ৭০ রান করেন সাকিব।

৪৪ বলে ৭০ রানের ইনিংস খেলার পথে দেশের হয়ে টি-টোয়েন্টিতে রানের দিক দিয়ে সাকিব পেছনে ফেলেছেন সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে।  টি-টোয়েন্টিতে এখন লাল-সবুজের জার্সি গায়ে সর্বোচ্চ রানের মালিক সাকিব আল হাসান।

টি-টোয়েন্টিতে সাকিবের বর্তমান রান ১০৩ ম্যাচে ২১৩১। সাকিবের ঠিক পেছনে থাকা রিয়াদের রান ১২১ ম্যাচে ২১২১। তৃতীয় স্থানে থাকা তামিম ইকবালের রান ১৭৫৮।

টি-টোয়েন্টিতে দেশের হয়ে সর্বোচ্চ অর্ধ-শতকের মালিকও এখন সাকিব আল হাসান। ১১ টি অর্ধশতক নিয়ে সবার উপরে টাইগার অধিনায়ক। ৭টি অর্ধ-শতক নিয়ে সাকিবের পরেই রয়েছেন তামিম। আর সমান ৬ টি করে অর্ধ-শতক নিয়ে এরপরের অবস্থানে রয়েছেন মুয়শফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ আর লিটন কুমার দাস।

ব্যাটিং রেকর্ডের পাশাপাশি টি-টোয়েন্টিতে দেশের হয়ে সর্বোচ্চ উইকেটের মালিকও অলরাউন্ডার সাকিব। লাল সবুজের জার্সি গায়ে সাকিব এখন পর্যন্ত উইকেট নিয়েছেন ১২২টি। উইকেট সংখ্যায় সাকিবের ধারেকাছেও নেই কেউ। দ্বিতীয় স্থানে থাকা মুস্তাফিজুর রহমানের উইকেট সংখ্যা ৯৪টি।

এদিকে,আজ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই দেশের হয়ে আরেকটি কীর্তি গড়ে ফেলেছেন সাকিব। এই ম্যাচে মাঠে নামার মাধ্যমেই বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমকে ছাড়িয়ে দেশের হয়ে টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলার নজির গড়েছেন সাকিব আল হাসান।

আজকের ম্যাচের আগ পর্যন্ত সমান ১০২টি করে ম্যাচ খেলেছিলেন সাকিব-মুশফিক। আজকের ম্যাচে মাঠে নেমে লাল-সবুজের জার্সি গায়ে সাকিবের টি-টোয়েন্টি ম্যাচের সংখ্যা হলো ১০৩টি।

বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ড সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের দখলে। ১২১ ম্যাচ খেলে সবার উপরে রয়েছেন রিয়াদ। এরপরেই সাকিবের ১০৩ ম্যাচ আর মুশফিকের ১০২ ম্যাচ। দেশের হয়ে টি-টোয়েন্টি খেলার রেকর্ডে চতুর্থ অবস্থানে রয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে তামিম মাঠে নেমেছেন ৭৪টি ম্যাচে।

এবিসিবি/এমআই

Translate »