দুর্দান্ত জয়ে তিন নম্বরে বাংলাদেশ
দাপুটে জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। ব্যাটে বলে দাপট দেখিয়ে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটে জয় পেয়েছে। এই জয়ে পয়েন্ট টেবিলের তৃতীয়স্থানে অবস্থান করছেন সাকিব আল হাসানের দল।
টেবিলের শীর্ষ আছে নিউজিল্যান্ড। দুইয়ে আছে পাকিস্তান। দুই দলই নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে। তবে নেট রানরেটের হিসেবে অনেকখানি এগিয়ে কিউইরা। তাদের নেট রানরেট ২ দশমিক ১৪৯। পাকিস্তানের পয়েন্ট ১ দশমিক ৬২। আর পাকিস্তানের চেয়ে কিছুটা পিছিয়ে বাংলাদেশ। তিনে থাকা টাইগারদের নেট রান রেট ১ দশমিক ৪৩৮।
এই ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের সবার নিচে ইংল্যান্ড। তার উপরের দিকেই আছে নেদারল্যান্ডস ও আফগানিস্তান।
এবিসিবি/এমআই