টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু: সিডনিতে মুখোমুখি অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড
দুবাই থেকে সিডনি। প্রায় এক বছর আগে মরুর বুকে আইসিসি টি-২০ বিশ্বকাপের সপ্তম আসর সমাপ্ত হয়েছিল অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে। ১৪ নভেম্বর ফাইনালে প্রতিবেশীদের হূদয় ভেঙে ট্রফি জিতেছিল অস্ট্রেলিয়া।
সিডনিতে আজ এই দুই দলের লড়াই দিয়েই বিশ্বকাপের অষ্টম আসরের মূল পর্ব তথা সুপার টুয়েলভ পর্ব শুরু হচ্ছে। এক বছর ক্ষত মুছে দেওয়ার ব্রত নিয়েই হয়তো নামবে নিউজিল্যান্ড। তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও স্বাগতিক অস্ট্রেলিয়া নিশ্চিতভাবেই নিজেদের দাপটের ছবিটা সমুন্নত রাখতে চাইবে।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আজ সুপার টুয়েলভের গ্রুপ-১’র প্রথম ম্যাচে দুই প্রতিবেশীর লড়াই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টায়। তবে ম্যাচের আকাশে আছে দুর্যোগের ঘনঘটা। কারণ সিডনিতে আজ বৃষ্টির হওয়ার সম্ভাবনা ৯০ শতাংশ। তাই সুপার টুয়েলভের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। আজ পার্থে দিনের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে ইংল্যান্ড। বাংলাদেশ সময় বিকাল ৫টায় শুরু হবে ম্যাচটি।
এদিকে গতকাল শেষ হয়েছে বিশ্বকাপের প্রথম রাউন্ড। দুই গ্রুপে আট দলের লড়াই থেকে সুপার টুয়েলভের টিকিট পেয়েছে চারটি দল। ‘এ’ গ্রুপ থেকে শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস এবং ‘বি’ গ্রুপ থেকে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড মূল পর্বে উঠেছে।
অঘটনের প্রথম রাউন্ডেই বিশ্বকাপ শেষ হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের। দুইবারের বিশ্বকাপ জয়ীরা গতকাল বিদায় নিয়েছে। হোবার্টে গতকাল আয়ারল্যান্ডের কাছে ৯ উইকেটে হেরেছে উইন্ডিজরা। গ্রুপ পর্বে তিন ম্যাচের দুটিই হারল নিকোলাস পুরানের দল। আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে ১৪৬ রানের পুঁজি গড়েছিল। ব্রেন্ডন কিং অপরাজিত ৬২, চালর্স ২৪ রান করেন। আইরিশ লেগ স্পিনার গ্যারেথ ডেলানি ১৬ রানে ৩ উইকেট নেন। জবাবে ১৭.৩ ওভারে ১ উইকেটে ১৫০ রান করে জয় পায় আয়ারল্যান্ড। ওপেনার পল স্টারলিং অপরাজিত ৬৬, লরকান টাকার অপরাজিত ৪৫, বালবির্নি ৩৭ রান করেন। ডেলানি ম্যাচ সেরা হন।
অপর ম্যাচে স্কটল্যান্ডকে ৫ উইকেটে পরাজিত করেছে জিম্বাবুয়ে। আগে ব্যাট করে স্কটিশরা ৬ উইকেটে ১৩২ রান তুলেছিল। জর্জ মানসি ৫৪, ম্যাকলয়েড ২৫ রান করেন। পরে ১৮.৩ ওভারে ৫ উইকেটে ১৩৩ রান তুলে জয় নিয়ে মাঠ ছাড়ে জিম্বাবুয়ে। অধিনায়ক ক্রেইগ আরভিন ৫৮, সিকান্দার রাজা ৪০ রান করেন। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচ সেরা হন সিকান্দার রাজা।
এবিসিবি/এমআই