টাইগারদের ভয় পায় না আয়ারল্যান্ড

ওয়ানডে সিরিজে বাংলাদেশের বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি আয়ারল্যান্ড। তিন ম্যাচের সিরিজের ধবলধোলাই হয়েছে আইরিশরা। তবে টি-টোয়েন্টি আসতেই টাইগারদের হুঙ্কার দিয়ে রাখছে সফরকারীরা। আজ থেকে শুরু হওয়া টি-টোয়েন্টি সিরিজে আইরিশরা দেখাতে চায় নিজেদের ভিন্ন ছবি। আইরিশ অলরাউন্ডার রস এডেয়ার তো বলেই দিয়েছেন, বাংলাদেশকে তারা ভয় পান না।
ওয়ানডে সিরিজে মাঝের ওভারে বাংলাদেশকে কোন চ্যালেঞ্জ জানাতে পারেননি আইরিশ বোলাররা। মাঝের ওভারে দ্রুত রান তুলে বাংলাদেশের নিজেদের পকেটে নিয়ে গেছে খেলা। ওয়ানডেতে এমনটা সমস্যা তৈরি করলেও টি-টোয়েন্টিতে এদিক থেকে ভয়ের কিছু দেখছে না আয়ারল্যান্ড, ‘বাংলাদেশ মাঝের ওভারে খুব ভালো ব্যাট করেছে। তাদের অনেক অভিজ্ঞ মুশফিকুর ও অন্যরা ছিল। সে অন্যরকম ব্যাট করেছে। আমাদের শৃঙ্খলা বজায় রাখতে হবে, আগ্রাসীও হতে হবে। আমরা বাংলাদেশকে ভয় পাচ্ছি না। আমরা সত্যিই তাদের বিপক্ষে ভালো কিছু দেখতে চাই।’
এডেয়ার বলেন, আয়ারল্যান্ড একটা গর্বিত জাতি,যখনই সুযোগ পায় কাজে লাগায়। ওয়ানডেতে আমাদের খেলা দেখে হয়তো মনে হয়নি,আমরা সেভাবে লড়াই করতে পারিনি। আশা করি টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে পারব।
এডেয়ার আরো বলেন, আমি ব্যক্তিগত ভাবে টি-টোয়েন্টি ভালোবাসি, মনে হয় ম্যাচ যে কোনো দিকে যেতে পারে। আয়ারল্যান্ডের বিশ্বকাপ ভালো গেছে, বড় জয় ছিল কয়েকটা। আমরা সে সাফল্যে ভর করে এগোনোর চেষ্টা করছি। আমরা যে সব ক্ষেত্রে ভালো, সেগুলোই করতে চাই। আমার মনে হয় ব্যাট-বলে আমরা আগ্রাসী হবো, ফিল্ডিংয়েও। এমন করতে পারলে আপনি জানেন না কী ঘটবে।
টি-টোয়েন্টি ক্রিকেটে সাম্প্রতিক সময়ে বেশ সুখস্মৃতি আছে আয়ারল্যান্ডের। বিশ্বকাপে তারা হারিয়েছে ইংল্যান্ডকে। এই ফরম্যাট এলে দলগুলোর মধ্যে ব্যবধানও কমে আসে। রস এডেয়ারের মুখেও ফরম্যাট বদলে যাওয়ার স্বস্তি, ‘ছেলেরা হতাশ কিন্তু এটা নতুন শুরু, নতুন ফরম্যাট। আমরা ফিরে আসার চেষ্টা করছি আর যতটুকু ইতিবাচক থাকা যায়। আমরা জানি বাংলাদেশ কতটা ভালো দল। নতুন ফরম্যাটে ঢোকার সুযোগ হিসেবে দেখছি।’
এবিসিবি/এমআই