Type to search

খেলাধুলা

জয়সওয়ালের আউট নিয়ে বাংলাদেশি আম্পায়ারকে অশ্বিনের খোঁচা

আলোচনা যেন থামছেই না যশস্বী জয়সওয়ালের আউট নিয়ে। ম্যাচের গুরুত্বপূর্ণ মূহূর্তে জয়সওয়ালকে আউট দিয়ে ভারতীয়দের তোপের মুখে পড়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকত। এবার বাংলাদেশি এই আম্পায়ারকে খোঁচা দিলেন সদ্য অবসরে ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে ভারতের ওপেনার যশস্বী জয়সওয়ালের আউটের আবেদনে স্নিকোমিটারে কোনো পার্থক্য ধরা না পড়লেও বলের গতি পরিবর্তন দেখেই আউটের চূড়ান্ত সিদ্ধান্ত জানান বাংলাদেশি আম্পায়ার সৈকত। এরপর থেকে আলচনায় এই বাংলাদেশি আম্পয়ায়ার।

সামাজিক যোগাযোগমাধ্যমে সৈকতের একটি ছবি পোস্ট করে অশ্বিন লেখেন, ‘আলোচনার কেন্দ্রে এখন স্নিকোমিটার। ওরা এটাকে কাজে লাগাতে পারে। এই মানুষটিকে নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করতে পারে স্নিকোমিটার।’ সেই সঙ্গে অশ্বিনের সংযোজন, ‘এটা মজা করেই বললাম।’

এমন সিদ্ধান্তে সৈকত ভারতীয়দের তোপের মুখে পড়লেও অনেকেরই প্রশংসা পাচ্ছেন। এ তালিকায় রিকি পন্টিং ছাড়াও আছেন সাবেক অস্ট্রেলিয়ান আম্পায়ার সাইমন টফেলও। এমনকী ভারতের অধিনায়ক রোহিত শর্মাও বাংলাদেশি আম্পায়ারের পক্ষেই কথা বলেছেন।

রিকি পন্টিংও বাংলাদেশি আম্পায়ারের সিদ্ধান্ত সঠিক বলে মত দিয়ে বলেন, ‘তারা যেভাবে বিশ্লেষণ করবে করুক, বল স্পষ্টতই গ্লাভসে লেগেছে। আমি তখনই এটি ধরতে পেরেছিলাম। জয়সওয়ালও হাঁটা শুরু করেছিল। স্নিকো এটি প্রমাণ করতে না পারলেও রিপ্লেতে গ্লাভসে বল স্পর্শের দৃশ্য ধরা পড়েছে। আমার মতে, এতে কোনো বিতর্কের সুযোগ নেই।’

-ইত্তেফাক

Translate »