কোভিড-১৯ আক্রান্ত হলেন বিসিবির প্রধান নির্বাচক নান্নু

করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। বুধবার (৫ জানুয়ারি) নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের ঐতিহাসিক জয়ের বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলার কিছুক্ষণ পরই করোনা পজিটিভের তথ্য জানান তিনি। বর্তমানে আইসোলেশনে রয়েছেন তিনি।
শরীরে জ্বর থাকায় আজ মিরপুর স্টেডিয়ামে পরীক্ষার জন্য নমুনা জমা দিয়েছিলেন দলের প্রধান নির্বাচক। রাত ৮টার দিকে রিপোর্ট হাতে পান তিনি। এরপরই তিনি জানান, আমি পরীক্ষা করিয়েছিলাম। পজিটিভ রিপোর্ট আসছে। আমার হালকা জ্বর আছে। এর বাইরে কোনো উপসর্গ নেই। দোয়া করবেন।
২০১১ সাল থেকে বিসিবির নির্বাচক প্যানেলে দায়িত্ব পালন করেন মিনহাজুল আবেদিন নান্নু। সে সময় প্রধান নির্বাচকের দায়িত্বে ছিলেন ফারুক আহমেদ। এর পাঁচ বছর তিনি পদত্যাগ করলে ২০১৬ সালে প্রধান নির্বাচকের দায়িত্বে আসেন নান্নু। ২০১৯ সালে প্রধান নির্বাচক হিসেবে তার দায়িত্বের মেয়াদ বাড়ে। সেই মেয়াদ গেলো বছরের ৩১ ডিসেম্বর শেষ হলেও নতুন কাউকে নিয়োগ না দেওয়ায় দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি। এই নির্বাচক প্যানেলের মেয়াদ ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে বিসিবি চুক্তির মেয়াদ বাড়ালে কাজ করবেন বলে জানিয়েছেন তিনি।
এবিসিবি/এমআই