Type to search

খেলাধুলা

কোভিড-১৯ আক্রান্ত হলেন টেনিস তারকা নাদাল

আবু ধাবিতে মুবাদালা বিশ্ব টেনিস চ্যাম্পিয়নশিপ শেষ  করে দেশে ফিরে করোনায় শনাক্ত হলেন স্পেনের তারকা রাফায়েল নাদাল। ইনজুরি থেকে ফিরে আবু ধাবির টেনিস দিয়ে আবারও কোর্টের লড়াই শুরু করেছিলেন নাদাল।

আবু ধাবি থেকে স্পেনে ফেরার পর পিসিআর টেস্টে কোভিড-১৯ রিপোর্টে পজিটিভ হন নাদাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এ সংবাদ দেন নাদাল।

টুইটারে তিনি বলেন, ‘আমি ঘোষণা করছি- আবু ধাবি টুর্নামেন্ট খেলা শেষে স্পেনে আসার পর আমার করোনা পিসিআর পরীক্ষার ফল পজিটিভি আসে।’

তিনি আরও বলেন, ‘গেল সপ্তাহে কুয়েত ও আবু ধাবিতে করা শেষ করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছিলো।’

করোনা আক্রান্ত হওয়ায় সময়টা খারাপ গেলেও, দ্রুত সুস্থ হয়ে উঠার আশাবাদ ব্যক্ত করেছেন ২০বার গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাদাল।

এ বছর ইনজুরির কারণে বেশ কিছু টুর্নামেন্টে খেলতে পারেননি ৩৫ বছর বয়সী নাদাল। অলিম্পিকের  পাশাপাশি যুক্তরাষ্ট্র ওপেন থেকেও সরে যান তিনি।

আবু ধাবিতে মুবাদালা বিশ্ব টেনিস চ্যাম্পিয়নশিপে কোর্টে নামলেও শিরোপা জিততে পারেননি নাদাল। তবে অস্ট্রেলিয়ান ওপেনের আগে অনুশীলন সাড়তে পেরেছিলেন তিনি। মরুশহর থেকে দেশে ফিরেই করোনার কবলে পড়লেন নাদাল।

এবিসিবি/এমআই

Translate »