কলকাতা-দিল্লি মুখোমুখি: দেখা হবে লিটন-মুস্তাফিজের?
প্রথমবার আইপিএল খেলতে গেলেন লিটন দাস। কিন্তু এখনও কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে মাঠে নামা হয়নি তাঁর। লিটন দলের সঙ্গে যোগ দেওয়ার পর কেকেআরের অবস্থাও ভালো যাচ্ছে না।
তাঁকে বসিয়ে রেখে দুই ম্যাচ খেলছে তারা। ওই দুটিতেই হেরেছে। অন্যদিকে, মুস্তাফিজ এবারের আসরে এরই মধ্যে দিল্লির হয়ে মাঠে নামলেও সেভাবে বল হাতে দ্যুতি ছড়াতে পারেননি। সেদিক থেকে দু’জনের দেখা হওয়ার সম্ভাবনা ক্ষীণ।
বৃহস্পতিবার দিল্লির বিপক্ষে লিটনের সুযোগ পাওয়ার সম্ভাবনা যেমন আছে তেমনি ফিজের বাদ পড়ার সম্ভাবনাও প্রবল। কেননা, সর্বশেষ বেঙ্গালুরুর বিপক্ষে কোনো উইকেট না শিকার করে ৩ ওভারে ৪১ রান দিয়েছেন তিনি। দিল্লিও ম্যাচটা হেরে যায়।
তবে লিটনকে নিতেই পারে কলকাতা। কেননা, ওপেনিং নিয়ে ঝামেলা পোহাচ্ছে দলটি। আফগান ওপেনার গুরবাজে ভরসা পাচ্ছে না কেকেআর। তাছাড়া ফর্মেও নেই তিনি। নিজের শেষ তিন ম্যাচে মাত্র ২৩ রান করেছেন।
গুরবাজ বাদ পড়া মানেই লিটনের সুযোগ পাওয়ার নিশ্চয়তা নেই। কেননা বিদেশি কোটায় জেসন রয়কে খেলাতে পারে কলকাতা। সে ক্ষেত্রে হয়তো আরও একটি ম্যাচে দর্শক থাকতে হবে লিটনের। তবে বাংলাদেশি এই ওপেনারকে না নামিয়ে কড়া সমালোচনা সইছেন কলকাতার নীতিনির্ধারকরা। চার ছক্কার ফরম্যানে লিটন আছেন ফর্মে। তাই অনেকের দাবি, তাঁকে অন্তত একটা সুযোগ দিতেই পারে কেকেআর।
এবিসিবি/এমআই