ইতিহাস গড়ল নিউজিল্যান্ড
পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে রোমাঞ্চকর এক জয়ে ইতিহাস গড়ল নিউজিল্যান্ড। বুধবার মাউন্ট মঙ্গানুইয়ে জমে ওঠা লড়াই জিতে প্রথমবারের মতো আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে কিইউরা।
যদিও নিউজিল্যান্ডের জয়ের ব্যবধান ১০১ রান ছিল, তবে টেস্টের শেষ দিনে প্রতিফলিত হয়েছে সফরকারীদের দুর্দান্ত ব্যাটিং। ৩ উইকেটে ৭১ রানের সংগ্রহ নিয়ে বুধবারের খেলা শুরু করেছিল পাকিস্তান, জয়ের জন্য প্রয়োজন ছিল ৩০২ রান। দিনের শুরুতে এক উইকেট শিকারে নিজেদের পথটা আরও সুগম করেছিল নিউজিল্যান্ড। কিন্তু সেঞ্চুরিয়ান ফাওয়াদ আলম এবং অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের ১৬৫ রানের জুটিতে আশার ঝিলিক দেখা দেয় সফরকারী শিবিরে।
এদিন কিউই বোলাররা ভালো বোলিংয়ে বেশ কিছু সুযোগ তৈরি করেন, কিন্তু অল্পের জন্য স্টাম্প স্পর্শ করেনি অথবা ফিল্ডারের কাছে যায়নি বল। তবে ফাওয়াদ আর রিজওয়ান ব্যাট করেছেন অবিশ্বাস্য ধৈর্য এবং অসীম মনোযোগে। অবিচলভাবে রান সংগ্রহ করার সময় যতটা সম্ভব বিপজ্জনক শট এড়িয়ে গেছেন দুই ব্যাটসম্যান। এতে মঙ্গানুইয়ের বে ওভালে শেষ দিনের বাউন্সি উইকেটেও তাদের পঞ্চম উইকেট জুটি হুমকি হয়ে দাঁড়ায় স্বাগতিকদের জন্য। কিন্তু চা-পানের বিরতির এক ঘণ্টা পর দুজনই আউট হলে ম্যাচের লাগাম টেনে ধরে নিউজিল্যান্ড।
৬০ রান করা রিজওয়ানের বিদায়ে বিপদের শুরু পাকিস্তানের। স্বাগতিক অধিনায়ককে ফিরিয়ে কিউই শিবিরে স্বস্তি ফেরান কাইল জেমিসন। টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি হাঁকানোর পর ফাওয়াদ ফেরেন ব্যক্তিগত ১০২ রানে (প্রথমটি পেয়েছিলেন ২০০৯ সালে), উইকেট শিকারি নেইল ওয়েগনার। পরক্ষণে জেমিসন ও ওয়েগনারে কাটা পড়েন যথাক্রমে ইয়াসির শাহ (০) এবং ফাহিম আশরাফ (১৯)।
পাকিস্তানের লেজটা ছেঁটে দেন মিচেল স্যান্টনার। ১ রান করা মোহাম্মদ আব্বাস এবং নাসিম শাহকে তিনি আউট করলে ২৭১ রানে অলআউট হয় পাকিস্তান, দিনের খেলা তখন মোটে ৫ ওভার বাকি!
প্রথম ইনিংসে ২৩৯ রান তোলা পাকিস্তানিরা দ্বিতীয় ইনিংসে আরেকটু ধৈর্যের পরিচয় দিতে পারলে ম্যাচে অন্তত হার দেখতে হতো না তাদের। সেক্ষেত্রে নিউজিল্যান্ডও হারাত র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান দখলের সুযোগ। হাঁফ ছেড়ে বাঁচত তাদের তাসমান প্রতিবেশী অস্ট্রেলিয়া। কিন্তু শেষ বেলায় রোমাঞ্চ ছড়ানো টেস্টে নিউজিল্যান্ড জিতে যাওয়ায় ১১৬ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে যেতে হয়েছে অজিদের। ১১৭ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেছে কিউইরা।