Type to search

খেলাধুলা

ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার

টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে পাত্তাই দিলো না অস্ট্রেলিয়া। এবারের আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংলিশদের ৩৬ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে অজিরা। ম্যাচে ব্যাটে-বলে দাপট দেখিয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।

শনিবার (৮ জুন) বার্বাডোজে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনে দেন দুই অজি ওপেনার ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড। উদ্বোধনী জুটিতে ৭০ রান যোগ করেন এই দুই ব্যাটার।

এরপর দ্রুতই জোড়া উইকেট হারায় অস্ট্রেলিয়া। ওয়ার্নার ১৬ বলে ৩৯ ও হেড ১৮ বলে ৩৪ রান করেন। এরপর মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল ও মার্কাস স্টোনিয়াসের ব্যাটে ভর ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০১ রানের বড় সংগ্রহ পায় অস্ট্রেলিয়া।

মার্শ ২৫ বলে ৩৫, ম্যাক্সওয়েল ২৫ বলে ২৮ ও স্টোনিয়াস ১৭ বলে ৩০ রান করেন। ইংল্যান্ডের পক্ষে ক্রিস জর্ডান নেন ২টি উইকেট।

২০২ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ডকে ভালো শুরু এনে দেন দুই ইংলিশ ওপেনার ফিল সল্ট ও জস বাটলার। ৭৩ রানের জুটি গড়েন এই দুই ওপেনার। তবে সল্ট ২৩ বলে ২৭ ও বাটলার ২৮ বলে ৪২ রান করে আউট হলে ধস নামে ইংলিশ ব্যাটিং লাইনে।

এবিসিবি/এমআই

Translate »