Type to search

খেলাধুলা

আফগানিস্তানে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ

সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের দ্বিতীয় পর্ব। তবে খেলাগুলো আফগানিস্তানে সম্প্রচারের বিষয়ে তালেবান নিষেধাজ্ঞা জারি করেছে। এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন আফগান ক্রিকেট বোর্ডের সাবেক মিডিয়া ম্যানেজার এবং সাংবাদিক এম ইব্রাহিম মোমন্দ।

তিনি বলেন, ‘সম্ভাব্য ইসলাম বিরোধী বিষয়বস্তু। বিশেষ করে মেয়েদের নাচ এবং ইসলামে নিষিদ্ধ নারীদের খোলা চুল ও খোলামেলা পোশাকে উপস্থিতির কারণে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করেছে ইসলামিক আমিরাত অব তালেবান।’

আইপিএলে গত কয়েক বছর ধরে নিয়মিত খেলে যাচ্ছেন ৩ আফগান ক্রিকেটার মোহাম্মদ নবী, রশিদ খান ও মুজিব উর রহমান। এ কারণে আফগানিস্তানের সমর্থকরাও নিয়মিত টুর্নামেন্টটি দেখতো। কিন্তু এবার সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে তারা।

এবিসিবি/এমআই

Translate »