Type to search

খেলাধুলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে র‍্যাংকিংয়ের শীর্ষে ইংলিশরা

অস্ট্রেলিয়া প্রথম ম্যাচে ২ রানে হেরেছিল। গতকাল তাদের সেটুকু লড়াই করার সুযোগও ইংল্যান্ড দিল না। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ইংল্যান্ড সিরিজ নিশ্চিত করল। আর এ জয়ের ফলে র‍্যাংকিংয়ের এক নম্বরে ইংলিশরা উঠে এসেছে।

আগে ব্যাট করে ৭ উইকেটে ১৫৭ রান তুলেছিল অস্ট্রেলিয়া। শুরুতেই ২ উইকেটের পতন হলে অস্ট্রেলিয়াকে টেনেছিলেন অধিনায়ক ফিঞ্চ। ৪০ রান করেন তিনি। জবাবে ইংল্যান্ড শুরুতেই ১ উইকেট হারালেও তাদের জস বাটলার পথে রাখেন। ৫৪ বলে ৭৭ রান করে অপরাজিত থাকেন তিনি। ৭ বল হাতে রেখে জয় নিশ্চিত করেন ইংল্যান্ড।

Translate »