Type to search

খেলাধুলা

৫ উইকেট তুলে নিয়ে দিন শেষ করলো বাংলাদেশ

দলীয় ২৫ রানে জোড়া উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ক্রেইগ ব্রাফেট ও কেসি কার্টিকে সাজঘরে ফেরান পেসার তাসকিন আহমেদ। তবে মিকাইল লুইস ও অলিক আথানেজের ব্যাটে ভর করে ভালো অবস্থানে থেকে দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। খুব কাছে গিয়েও সেঞ্চুরি মিস করেছেন লুইস-আথানেজে। এই দুই ব্যাটারের ব্যাটে ভর করে ৫ উইকেট হারিয়ে ২৫০ রান সংগ্রহ করে দিন শেষ করেছে ক্যারিবিয়ানরা।  

দিনের শুরুতে ব্যাট করতে নেমে ভালো কিছুর আভাস দিচ্ছিলেন দুই ক্যারিবিয়ান ওপেনার ক্রেইগ ব্রাফেট ও মিকাইল লুইস। ২৫ রানের জুটি গড়েন তারা। তবে এরপরই জোড়া আঘাত হানেন তাসকিন।

ব্রাফেট ৩৮ বলে ৪ ও কার্টি রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান। এরপর ক্রিজে আসা কাভেম হজকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন লুইস। এই দুই ব্যাটারের ব্যাটে শুরুর ধাক্কা সামাল দেয় স্বাগতিকরা। ফিফটি তুলে নেন লুইস।

৫৯ রানের জুটি গড়েন লুইস ও হজ। তবে দলীয় ৯৪ রানে সাজঘরে ফিরে যান হজ। ৬৩ বলে ২৫ করে রান আউটের শিকার হন তিনি। হজ আউট হলেও অলিক আথানেজ সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন লুইস।

টাইগার বোলারদের হতাশ করে রানের চাকা সচল রাখেন এই দুই ব্যাটার। সাবলীল ব্যাটিংয়ে সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন লুইস। তবে দলীয় ২২৪ রানে ২১৮ বলে ৯৭ রান করে আউট হন তিনি।

লুইসের বিদায়ের পর পরই সাজঘরের পথ ধরেন আথানেজ। ১৩০ বলে ৯০ রান করে আউট হন এই ক্যারিবিয়ান ব্যাটার। এরপর জাস্টিন গ্রেভস ও জশুয়া ডি সিলভা মিলে দিনের বাকী খেলা শেষ করেন। গ্রেভস ২৬ বলে ১১ ও জশুয়া ২১ বলে ১৪ রানে অপরাজিত আছেন।

-ইত্তেফাক

Translate »