Type to search

খেলাধুলা

স্পর্শকাতর আইন ভঙ্গ করছেন রোনালদো, নিশ্চুপ সৌদি কর্তৃপক্ষ!

দুই বছরের চুক্তিতে সৌদি আরবের ক্লাব আল-নাসেরে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আল-নাসেরের হয়ে পরিচিতি পর্ব হয়ে গিয়েছে রোনালদোর। এরই মধ্যে যোগ দিয়েছেন অনুশীলনেও। যদিও নিষেধাজ্ঞা এবং ফিটনেস ইস্যুর জন্য আপাতত মাঠে নামা হচ্ছে না তার। এখনো ক্লাবের হয়ে মাঠে নামা না হলেও ম্যাচ খেলার আগেই সৌদি আরবের গুরুত্বপূর্ণ একটি আইন ভঙ্গ করেছেন তিনি।

সৌদি আরবের আইন অনুযায়ী, বিয়ে না করে একজন পুরুষ এবং মহিলা একই ছাদের নিচে থাকতে পারবেন না। কিন্তু রোনালদো এবং তার সঙ্গিনী জর্জিনা এখনো বিয়ে করেননি। তবুও তারা সৌদি আরবে থাকছেন একই ছাদের নিচে। যা দেশটির আইন মতে নিষিদ্ধ।

সৌদি আরবে এই ধরণের কাজকে বড় অপরাধ হিসেবে গণ্য করা হয় এবং অপরাধীকে কঠিন শাস্তির মুখে পড়তে হয়। তবে ক্রিশ্চিয়ানো রোনালদোর মাপের কারোর জন্য এই ধরণের আইন কার্যকরী নয় বলেই  মনে করা হচ্ছে। এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া তো দূরে থাক, এ বিষয়টি নিয়ে রোনালদোকে বিব্রতও করতে চায় না সৌদি সরকার।

এমনটিই বলছেন সৌদি আরবের দুই আইনজীবি। যাদের একজন বলেছেন, ‘নিয়ম অনুযায়ী রোনালদো এটা করতে পারেন না। কিন্তু তিনি রোনালদো, তাই কর্তৃপক্ষ এখানে অন্ধের ভূমিকা পালন করবে এবং এই বিষয়ে তারা কোনো আলোকপাত করবে না।’

324383810_677067190621361_8714230207232251900_n

আরেকজন আইনজীবি জানান, ‘এই ধরণের কাজকে তখনই শাস্তির আওতাধীন করা হয় যখন এর ফলে কোনো অপরাধ ঘটে।’

রোনালদো এবং জর্জিনা সৌদি আরবে একসাথে থেকে কোনো অপরাধ ঘটাবেন, এমনটি নিশ্চয়ই ভাবছে না সৌদি আরব সরকার। যে কারণে তাদেরকে এই বিষয়টি নিয়ে কিছু বলার প্রয়োজনবোধ করছে না তারা। শত হোক, তিনি যে ক্রিশ্চিয়ানো রোনালদো!

এবিসিবি/এমআই

Translate »