লোকেশ রাহুলের বিয়েতে কোহলির উপহার বিএমডব্লু, ধোনির কোটি টাকার বাইক
সম্প্রতি বিয়ে করেছেন ভারতীয় তারকা ওপেনার লোকেশ রাহুল। নিউজিল্যান্ডের সঙ্গে ঘরের মাঠে খেলা থাকায় রাহুলের বিয়েতে যেতে পারেননি ভারতীয় দলের তারকা ক্রিকেটাররা।
তবে বিয়েতে না যেতে পারলেও রাহুলকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি গিফট পাঠিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি।
রাহুলের স্ত্রী আথিয়া ও বিরাট কোহলির স্ত্রী আনুশকা দুজনই অভিনেত্রী হওয়ায় তাদের মধ্যে আগে থেকেই সুসম্পর্ক। ভারতীয় দল বিদেশ সফরে গেলে একসঙ্গে ঘুরতে যান তারা। বিয়ের পোশাক বেছে নিতেও আনুশকাকেই অনুসরণ করেছেন আথিয়া।
ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি লোকেশ রাহুলকে বিয়েতে ১ কোটি টাকা দামের বাইক উপহার দিয়েছেন।
মেয়ে-জামাইকে মুম্বাইয়ে ৬৩ কোটি টাকা মূল্যের বিলাসবহুল ফ্ল্যাট উপহার দিয়েছেন বলিউড অভিনেতা শ্বশুর সুনীল শেঠি।
এবিসিবি/এমআই