রোনালদোকে পেছনে ফেললেন নিওনেল মেসি

শিরোপা জিতলেই গড়া হবে রেকর্ড, পা ফেলা হবে সবার ওপরের সিঁড়িতে। এই লক্ষ্য পূরণে পিএসজির জন্য মঞ্চটাও প্রস্তুতই ছিল, দরকার ছিল অন্তত ড্র করে একটা পয়েন্ট অর্জন করা। পরশু স্ট্রাসবার্গের মাঠে লক্ষ্যটা পূরণ হয়েছে পিএসজির। লিওনেল মেসির গোলে স্ট্রাসবার্গের মাঠে সমীকরণ মতো ঠিক ১-১ ড্র করেই ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপা জিতেছে পিএসজি। এর মধ্যদিয়ে মেসি-নেইমার-এমবাপ্পেদের পিএসজি গড়ল ফ্রান্সের শীর্ষ লিগে সর্বোচ্চ ১১ বারের মতো শিরোপা জয়ের রেকর্ড। এতদিন পিএসজি ও সেন্ট এতিয়ে, দুই দলই সমান ১০টি করে শিরোপা জিতে রেকর্ডটি যৌথভাগে ভাগাভাগি করছিল।
দলকে শিরোপা নিশ্চিত করা গোলটা এনে দিয়ে মেসিও গড়েছেন নতুন এক রেকর্ড। ক্রিশ্চিয়ানো রোনালদোকে পেছনে ফেলে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটি একান্তই নিজের করে নিলেন মেসি। এত দিন ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে মেসি-রোনালদো, দুজনেই যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটির মালিক ছিলেন। পরশুর গোলে মেসি এগিয়ে গিয়ে রেকর্ডটা নিজের করে নিলেন। ইউরোপের শীর্ষ পাঁচ লিগ বিবেচনায় সবচেয়ে বেশি ৪৯৬ গোলের মালিক এখন মেসি। ৪৯৫ গোল নিয়ে রোনালদো পড়ে রইলেন পেছনে।
মেসি আরো একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন। ছুঁয়ে ফেলেছেন ক্লাব ফুটবলে সবচেয়ে বেশি শিরোপা জয়ের রেকর্ড। এতদিন যে রেকর্ডটি ছিল তারই সাবেক বার্সেলোনা সতীর্থ দানি আলভেজের দখলে। মেসি-আলভেজ, ক্লাব ফুটবলে দুজনেরই শিরোপা জয়ের সংখ্যা এখন সমান ৪৩টি করে! পিএসজির হয়ে এ নিয়ে দুই মৌসুমেই লিগ শিরোপা জয়ের স্বাদ পেলেন মেসি। সব মিলে পিএসজিতে এটা তার তৃতীয় শিরোপা। ক্লাবের সবচেয়ে বেশি লিগ শিরোপা জয়ের রেকর্ড, সঙ্গে গোল করে নিজে একটি রেকর্ড গড়া, আরেকটি রেকর্ডে ভাগ বসানো।
এবিসিবি/এমআই