‘মডেলিং, ব্যবসা, ক্রিকেট সব একসঙ্গে হয় না’

বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের খেলা দেখে মুখ লুকিয়েছেন বর্ষীয়ান ক্রীড়া সংগঠক তানভীর মাজহার তান্না। খেলা দেখার জন্য ভারতে যেতে চেয়েছিলেন, যাননি। টিকিট অন্যদের দিয়ে দিয়েছেন তান্না। টিভির পর্দায় বারবার আশা নিয়ে বসেছিলেন, বারবারই হতাশ হয়েছেন।
দেশের ক্রিকেটকে আজকে এই পর্যায়ে আনার প্রারম্ভিক বুননটা দিয়েছিলেন তানভীর মাজহার তান্নার মতো সংগঠকরা। দেশের ক্রিকেটের এমন দুরবস্থা দেখলে তাদের মন খারাপ হয়। কষ্ট বুকে চাপা দিয়ে রাখতে পারছেন না। বিশ্বকাপ ক্রিকেট থেকে এভাবে বিদায় নেবে—এটা তান্নাদের কাছে কল্পনা করার মতো না। বললেন, ‘টিভি খোলার আগেই দেখি ২ উইকেট নাই। টিভি দেখা বন্ধ করে দিয়েছি।’ তিনি বলেন, ‘আফগানিস্তানকে হারানোর পর দলটার মধ্যে স্পিরিড থাকবে। সেটা হয়ে উলটো হয়েছে। একটা একটা করে ম্যাচে স্কোরিং অ্যাবিলিটি কমে গিয়েছে। বাংলাদেশ এখন ২০০ রানও করতে পারছে না।’
সবার মতো ব্যাটিং অর্ডার নিয়ে একই কথা বলেছেন ৭৩ বছর বয়সি তান্না। ‘আমার কাছে আশ্চর্য লাগে ব্যাটিং লাইনে এক, দুই, তিন, চার এটা হবে সেট ব্যাটসম্যানদের জন্য। স্পেশালিস্ট ব্যাটসম্যানদের জন্য। এগুলো হচ্ছে স্পোশাল পোস্ট। এটা নির্ধারণ করাই থাকে। কেউ যদি অফ ফর্মে থাকে তাহলে সেটা ভিন্ন কথা। চার বছরে এটাই ঠিক করতে পারল না কে ওপেন করবে, কার পরে কে নামবে। এখানে খেলটা বুঝতে হবে। নতুন বলের খেলা একরকম আর পুরান বলের খেলা আরেক রকম। ৭ নম্বর ব্যাটার দিয়ে এক নম্বরে খেলানো কোন ধরনের রীতি। কাউকে দিয়ে যদি ওপেন করাতে হয় তাহলে সেই ব্যাটসম্যানের মাইন্ডসেট থাকতে হবে আমি ওপেন করব।’ খেলোয়াড়দের টেকনিক্যাল বিষয়টা নিয়েও ত্রুটি ধরেছেন সাবেক এই ক্রিকেটার তান্না। একটা বল আসলে পায়ের মুভমেন্ট কী হবে। বল বাইরে কী করতে হবে, ভেতরে আসলে কী করতে হবে। এগুলো বুঝতে হবে। দাঁড়িয়ে থাকলে তো ক্রিকেট খেলা হলো না। ওটা বেসবল হয়ে যাবে। টি-টোয়েন্টিতে ভালো খেলবে। কিন্তু ৫০ ওভারের ম্যাচ সম্পূর্ণ আলাদা।’
তামিম ইকবাল বাদ পড়া প্রশ্নে তান্নার কণ্ঠে হাতাশা। পালটা প্রশ্ন করেন—কেন নিল, কেনই বা বাদ দিল। বোর্ডের ভেতরে কী হয় সেটা নিয়ে এখন আর কথা বলতে চান না তান্না। তামিম প্রশ্নে তান্নার কথা, ‘সে তো (তামিম ইকবাল) নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো খেলেছে। বিশ্বকাপে খেলানোর জন্যই তো তামিমকে দলে রাখা হলো। সে রান করেছেন। তাহলে বাদ দিলা কেন। বাদই যখন দেবে তাহলে আগেই ড্র করতা। বাংলাদেশ দলের ওপেনিংয়ের জন্য তামিম পারফেক্ট ওপেনার ছিল। ওপেনিংয়ে যে স্ট্রেন্থ লাগে সেটা তামিমের আছে। তামিমের মতো ম্যাচ টেম্পারম্যান্ট কারো নেই।’
তামিমের ইনজুরি ছিল। তান্না বলেন, ‘ইনজুরি কার নাই। এখন তো দেখি সবাই ইনজুরড ছিল। তামিম কী দোষ করল ? হাথুরুসিংহে আর সাকিব সাহেবরা কী করল জানি না। কেন তামিমকে বাদ দিল?’
কোচ চণ্ডিকা হাথুরুসিংহে প্রসঙ্গে তান্না বললেন, ‘হাথুরুসিংহেকে কেন আনল। ওর দেশেই তো ওকে রাখে না। এই কোচকে কোনো দরকার ছিল না।’
বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের প্রতি বিরক্ত তানভীর মাজহার তান্না বলেন, সে (সাকিব) চিন্তা করে গড হয়ে গেছে। ওর আগে সিদ্ধান্ত নেওয়া উচিত ক্রিকেট খেলবে নাকি ব্যবসা করবে। বিরাট কোহলিকে দেখুন বিজ্ঞাপন করছে ব্যবসা করছে। খেলার মাঠে দেখুন। কোনো ঘাটতি নেই। নিজের ৪০০ ভাগ দিয়ে খেলছেন বিরাট। ভারত দলটাকে কোথায় নিয়ে গেছে।’ তান্না প্রশ্ন তুললেন, ‘সাকিব কি প্র্যাকটিস করে? দেখে তো মনে হয় না। ক্রিজে দাঁড়ালাম ব্যাট ঘুরালাম। ব্যস হয়ে গেল, ক্রিকেট এত সহজ না। আগের ম্যাচগুলো দেখুন। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা দেখুন। পাকিস্তানের ম্যাচ দেখে মনে হয়েছে সাকিব ভয় পেয়েছে। প্র্যাকটিস না থাকলে হয় না। কনফিডেন্স থাকে না। একশভাগ কনসেন্ট্রেশন থাকতে হবে। মডেলিং, ব্যবসা, ক্রিকেট সব একসঙ্গে হয় না। একটা বেছে নিতে হবে।’
এবিসিবি/এমআই