Type to search

খেলাধুলা

বিশ্বকাপের বাছাইপর্ব হবে জিম্বাবুয়ে

ভারতে অনুষ্ঠিতব্য ২০২৩ বিশ্বকাপ বাছাইপর্বের আয়োজনের ভার পেয়েছে জিম্বাবুয়ে। ভেন্যু নিশ্চিতের পাশাপাশি তারিখও নির্ধারণ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বাছাই শুরু হবে ২০২৩ সালের ১৮ জুন, চলবে ৯ জুলাই পর্যন্ত। স্বাগতিক ভারত এবং ওয়ার্ল্ড সুপার লিগের শীর্ষ সাত দল সরাসরি ২০২৩ বিশ্বকাপের ফাইনাল ইভেন্টে খেলার যোগ্যতা অর্জন করবে।

সুপার লিগের নিচের পাঁচ দল খেলবে বাছাইপর্ব। তাদের সঙ্গে যোগ দেবে লিগ-২-এর সেরা তিন দল। এই প্রতিযোগিতা শুরু হবে আগামী বছরের ১৯ মার্চ, স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে ওমান এবং নেপালের ছয় ম্যাচ ওয়ানডে সিরিজ দিয়ে।

২০২৩ সালের শুরু পর্যন্ত ৯৬ ওয়ানডে খেলা হবে ১৪ সিরিজে। ক্রিকেট ওয়ার্ল্ড কাপ (সিডব্লিউসি) চ্যালেঞ্জ লিগ- এ মাঠে গড়াবে পরের বছরের আগস্টে। কানাডার আয়োজনে ডেনমার্ক, মালয়েশিয়া, কাতার, সিঙ্গাপুর এবং ভানুয়াতু খেলবে মোট ১৫ ম্যাচ। ফাইনাল হবে সেপ্টেম্বরে।

একই মাসে জার্সিতে শুরু হবে চ্যালেঞ্জ লিগ-বি-এর খেলা। স্বাগতিকসহ বারমুডা, হংকং, ইতালি, কেনিয়া এবং উগান্ডা লড়বে ১৫ ম্যাচের প্রতিযোগিতায়। ফাইনাল হবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে। সুপার লিগের পাশাপাশি চলবে এই দুই লিগের খেলা।

Translate »