বিশ্বকাপের ফাইনাল যেভাবে দেখবেন
বাংলাদেশের ফুটবলপ্রেমীরা বিশ্বকাপের শিরোপা জয়ের লড়াই দেখতে পারবেন টেলিভিশনের পাশাপাশি অনলাইনেও। বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি বাংলাদেশের ফুটবলপ্রেমীরা দেখতে পারবেন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), গাজী টেলিভিশন (জি টিভি) ও দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসে।
টেলিভিশন ছাড়াও উত্তেজনাপূর্ণ ম্যাচটি উপভোগ করতে পারবে অনলাইনেও। ম্যাচটি অনলাইনে দেখতে প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে বাংলাদেশ ভিত্তিক অ্যাপ টফি। অ্যান্ড্রয়েড বা আইওএস অপারেটিং সিস্টেমে চলা ফোনের পাশাপাশি ট্যাবলেট কম্পিউটার, ল্যাপটপ, কম্পিউটার ও স্মার্ট টেলিভিশনে উপভোগ করা যাবে আর্জেন্টিনা-ফ্রান্স শিরোপার লড়াই।
এবিসিবি/এমআই