পেশাদার ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ড রোনালদোর

ইনজুরির কারণে খেলতে পারেননি ম্যানচেস্টার ডার্বি। যদিও গুঞ্জন উঠেছিল, বাজে ফর্মের কারণে ইচ্ছে করেই দল থেকে বাদ দিয়েছিলেন রালফ রাংনিক। গুঞ্জনকে সঙ্গে করে ক্রিশ্চিয়ানো রোনালদো চলে গিয়েছিলেন নিজ দেশ পর্তুগালে। দেশ থেকে ফিরে মাঠের লড়াইয়ে হাজির হলেন চেনা রূপে। দুর্দান্ত এক হ্যাটট্রিকে ক্লাবকে নাটকীয় জয় এনে দিয়েছেন তো বটেই, সঙ্গে গড়েছেন ইতিহাসও। ৮০৭ গোল নিয়ে পেশাদার ফুটবলে সর্বোচ্চ গোলের মালিক এই ফরোয়ার্ড।
ফিফা স্বীকৃতি অনুযায়ী, এত দিন সর্বোচ্চ গোলদাতা ছিলেন ইয়োসেফ বিকান। ২৬ বছরের (১৯৩১-১৯৫৭) ক্যারিয়ারে ৮০৫ গোল করেছেন এই অস্ট্রিয়ান-চেক কিংবদন্তি। যদিও তা নিয়ে বিতর্কের শেষ নেই। অনেকের মতে, বিকানের গোলসংখ্যা ৮২৬। আরেক কিংবদন্তি ফুটবলার পেলে বরাবরই বলে আসছেন, ১ হাজার গোলের মালিক তিনি।
তবে বিতর্ক একপাশে রেখে রোনালদোর হ্যাটট্রিক উপভোগ করাই শ্রেয়। ম্যানচেস্টার ইউনাইটেডে দ্বিতীয় মেয়াদে প্রথম হ্যাটট্রিক এটি। রুদ্ধশ্বাস ম্যাচে ঘরের মাঠে টটেনহামকে ৩-২ গোলে হারিয়েছে রেড ডেভিলরা। ১২ মিনিটে বক্সের বাইরে থেকে বাঁকানো শটে গোলের সূচনা করেন রোনালদো। ৩৫ মিনিটে হ্যারি কেইন পেনাল্টি থেকে সমতা ফেরান। কিন্তু এর তিন মিনিট পরই রোনালদো পেয়ে যান তার দ্বিতীয় গোলে।
যদিও ইউনাইটেড অধিনায়ক হ্যারি মাগুয়েরের ভুলে ফের সমতা আনে স্পার্সরা। কিন্তু রোনালদোকে আর হ্যাটট্রিক থেকে বঞ্চিত করতে পারেনি। ৮১ মিনিটে শক্তিশালী হেডে স্পার্সের জাল খুঁজে নেন ৩৭ বছর বয়সি এই ফরোয়ার্ড, ওল্ড ট্র্যাফোর্ডে ফেরার পর প্রথম হ্যাটট্রিকে আমি খুবই খুশি। মাঠে নেমে দলকে গোলের মাধ্যমে সাহায্যের চেষ্টা করার অনুভূতি অতুলনীয়।
এবিসিবি/এমআই