ঢাবিতে পড়ার স্বপ্নপূরণ হলো তাওহিদ হৃদয়ের
ক্রিকেটের বাইশ গজে আছেন দারুণ ছন্দে। এশিয়া কাপ ক্রিকেটে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করা তাওহিদ হৃদয়ের শিক্ষা জীবনেও স্বপ্নপূরণ হতে চলেছে।
প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলোয়াড় কোটায় প্রাথমিকভাবে যে ৪৯ জনের তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে হৃদয়ের সঙ্গে আছেন আরও ১১ ক্রিকেটার। নারী ক্রিকেট দলের নাহিদা আক্তারেরও ঢাবিতে পড়ার স্বপ্নপূরণ হতে চলেছে।
ফুটবলে ছেলেদের বিভাগে আনিসুর রহমান জিকো ও শেখ মোরসালিনের ভর্তি ফরম কেনার সংবাদটি আরও আগেই জানা গিয়েছিল। নারী ফুটবল দলের অন্যতম সেরা ফুটবলার ঋতুপর্ণা চাকমাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাচ্ছেন। কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির স্বাক্ষরিত গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের আজ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে অফিস চলাকালে বিষয় পছন্দের ফরমটি সংগ্রহ করতে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাথমিকভাবে ৪৯ জনের তালিকায় সবচেয়ে বেশি সুযোগ পেয়েছে ক্রিকেট থেকে। ১২ ক্রিকেটার আছেন প্রাথমিক তালিকায়। ফুটবলে পুরুষ ও নারী মিলিয়ে ছয়জন, হকিতে পাঁচ, অ্যাথলেটিকস এবং ভলিবলে চার, আরচারিতে দিয়া সিদ্দিকীসহ তিন, ব্যাডমিন্টনে তিনজন খেলোয়াড় কোটায় ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন।
প্রাথমিকভাবে নির্বাচিতদের তালিকা
ক্রিকেট (১২)
মো. তাওহিদ হৃদয়, আরিফুল ইসলাম, প্রান্তিক নওরোজ নাবিল, শাহরিয়ার সাকিব, মাহফিজুল ইসলাম, সাকিব শাহরিয়ার, আশরাফুল ইসলাম সিয়াম, নাহিদা আক্তার, দিপা খাতুন, রিয়া আক্তার শিখা, মিষ্টি রানী সাহা ও হালিমাতুল সাদিয়া
ফুটবল (৬)
আনিসুর রহমান জিকো, শেখ মোরসালিন, মো. মেরাজ হোসেন, ঋতুপর্ণা চাকমা, নিলুফা ইয়াসমীন নীলা, রেহেনা আক্তার
হকি (৫)
আলামিন মিয়া, আমিরুল ইসলাম, মো. আবেদ উদ্দিন, এমএম মেহরাজ হাসান সামিন, মো. রাকিবুল হাসান।
অ্যাথলেটিকস (৪)
মো. খালিদ মুহিবুল্লাহ, নুসরাত জাহান রুনা, নেহা রানী অধিকারী, জুয়ায়রীয়া ফেরদৌস।
ভলিবল (৪)
মো. রিফাত হোসেন, মো. আলী আল মুরাম্মার রাকেশ সৈকত, মোসা. টুম্পা আক্তার, তানভীর হোসেন তন্ময়
আরচার (৩)
দিয়া সিদ্দিকী, হিমু বাছাড়, প্রদীপ্ত চাকমা
ব্যাডমিন্টন (৩)
খন্দকার আব্দুস সোয়াদ, ফারজানা সুলতানা ঐশী, গৌরব সিংহ
খো খো (২)
মোছা. লামিয়া আক্তার লিমা, মোছা. রশিদা আক্তার
সাঁতার (১)
শ্রাবন্তী আক্তার
রোল বল (১)
ইসরাত জাহান রুমা
উশু (১)
মো. আব্দুল্লাহ আল সাদিক
বক্সিং (১)
আফরা খন্দকার
বাস্কেটবল (১)
অনিরুদ্ধ তালুকদার বর্ণ
শুটিং (১)
মনিকা আহমেদ ইমা
কারাতে (১)
জান্নাতুল ফেরদৌস সুমী
হ্যান্ডবল (১)
নুসরাত জাহান নূপুর
জুডো (১)
মো. শামসুদ্দোহা সৌরভ
তায়কোয়ান্দো (১)
ফয়সাল আহমেদ
এবিসিবি/এমআই