Type to search

খেলাধুলা

টেনিস তারকা জোকোভিচকে ঢুকতে দিলো না অস্ট্রেলিয়া

এমনটা যে ঘটতে যাচ্ছে তা গত কয়েকদিন ধরে কিছুটা আন্দাজ করা যাচ্ছিল। অবশেষে সেটিই হলো। বিশ্বের ১ নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচকে অস্ট্রেলিয়ায় ঢুকতে দেয়নি দেশটির সরকার। খবর প্রকাশ করেছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, মেলবোর্ন বিমানবন্দরে নামতেই নোভাক জোকোভিচকে আটক করা হয়েছে। আপাতত তাকে বিমানবন্দরের পাশেই একটি হোটেলে রাখা হয়েছে। সেখান থেকে নিজ দেশ সার্বিয়ায় পাঠিয়ে দেওয়া হবে।

এর আগে সম্প্রতি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছিলেন, বিশ্বের ১ নম্বর টেনিস তারকা হলেও জোকোভিচের জন্য কোনো নিয়ম পরিবর্তন করবে না অস্ট্রেলিয়া। সবার জন্য একই নিয়ম প্রযোজ্য।

জানা গেছে, জোকোভিচের করোনা প্রতিষেধক টিকা ছিল না। এ কারণেই এই টেনিস তারকাকে এখন দেশে ফেরত পাঠানো হবে। বাংলাদেশ সময় বুধবার (৫ জানুয়ারি) মধ্যরাতে মেলবোর্ন বিমানবন্দরে নামেন জোকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেন টেনিস খেলার উদ্দেশে তিনি সেখানে যেতে চেয়েছিলেন।

অন্যদিকে, টিকার শর্ত শিথিল করেই তাকে ভিসা দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে। অর্থাৎ তিনি অস্ট্রেলিয়ার এই গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টে খেলতে অনুমতি পান। কিন্তু এখন হঠাৎ করেই তাকে অস্ট্রেলিয়ায় ঢুকতে দেওয়া হচ্ছে না।

এবিসিবি/এমআই

Translate »